আজকাল ওয়েবডেস্ক: শনিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি সারল ভারতীয় হকি দল। মেগা ম্যাচের আগে অতীতের ফলাফলকে ভুলে যাওয়ার বার্তা দিলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে দুই দলই। ফলে শনিবার কোনও এক দলের জয়রথ থামার সম্ভাবনা প্রবল। তবে হেড টু হেড বিচার করলে ভারত অনেক এগিয়ে। ২০১৩ সালের পর থেকে ২৫টি ম্যাচের মধ্যে ১৬টি জিতেছে ভারত। একা হরমনপ্রীত সিংই করেছেন ১৬টি গোল।
তবে বড় ম্যাচের আগে সতর্ক ভারতের সরপঞ্জ সাহাব। তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান খুবই ভাল একটা দল। ম্যাতের যেকোনো পর্যায়ে তাদের বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। আমি জুনিয়র লেভেল থেকেই পাকিস্তানের কিছু খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। আমাদের মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে। তাঁরা আমার ভাইয়ের মত। তবে মাঠে আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রেখে নিজেদের খেলাটা খেলতে চাই’। উল্লেখ্য, এশিয়ান গেমসে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ম্যাচটি ৪-৩ গোলে জিতেছিল ভারত।
