আজকাল ওয়েবডেস্ক: টরন্টোয় ইনজামাম উল হক যা করেছিলেন নিউজিল্যান্ডে প্রায় তাই করতে গিয়েছিলেন খুশদিল শাহ। 

তৃতীয় ওয়ানডের শেষে পাক ক্রিকেটার খুশদিল শাহ তেড়ে গেলেন দর্শকদের দিকে। তঁর উগ্র মূর্তি দেখে তাজ্জব বনে গেলেন সবাই। ফেন্সিং টপকে মারতে উদ্যত হয়েছিলেন পাক তারকা। কোনওক্রমে তাঁকে নিবৃত্ত করা হয়। তাঁকে শান্ত করতে পারছেন না নিরাপত্তারক্ষীরা, এমন দৃশ্য ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। 

নিউজিল্যান্ড সফরের গোড়া থেকেই হতশ্রী পারফরম্যান্স করছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডে ম্যাচে হারের পরে  গ্যালারিতে উপস্থিত দর্শকরা পাক ক্রিকেটারদের কটাক্ষ করতে থাকেন। খুশদিল তা মেনে নিতে পারেননি। পাকিস্তানের প্রথম একাদশে ছিলেন না তিনি। তেড়ে যান খুশদিল। 

পরে অবশ্য তাঁকে শান্ত করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, পাকিস্তান যখন মাঠ ছাড়ার উপক্রম করছে, তখন কয়েকজন দর্শক পাক ক্রিকেটারদের কটাক্ষ করেছিলেন। সেই সময়ে মেজাজ হারান পাক তারকা।  

শাস্তি পেতে পারেন পাকিস্তান ক্রিকেটার। পাকিস্তান-নিউ জিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি চলাকালীন আইসিসি-র আচরণবিধি ভঙ্গ করেছিলেন খুশদিল। এবার ফের শাস্তির মুখে তিনি।