আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ডবুকে পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ জেতার পাশাপাশি গড়ল অনন্য নজির। বৃহস্পতিবার নিউল্যান্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচ ৮১ রানে জিতল গ্রিন আর্মি। জয়ের ভীত গড়ে দেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। তাঁদের ব্যাটে ভর করেই ৩২৯ রান খাড়া করে পাকিস্তান। ৭৩ রান করেন বাবর। রিজওয়ান করেন ৮০। তৃতীয় উইকেটে ১৪২ বলে ১১৫ রান যোগ করে এই জুটি। জবাবে হেনরিচ ক্লাসেনের ৯৭ রান কাজে আসেনি। ২৪৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শাহিন আফ্রিদি চারটে, এবং নাসিম শাহ তিনটে উইকেট নেন। তিন ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়ে গেল পাকিস্তান। একইসঙ্গে করল নতুন রেকর্ড। একবিংশ শতাব্দীতে প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় তিনটে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের নজির গড়ল পাকিস্তান। টানা পঞ্চম সিরিজ জয়। বিদেশের মাটিকে এবছর তৃতীয়। এর আগে অস্ট্রেলিয়া এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জেতে পাকিস্তান। 

স্বাভাবিকভাবেই নজির গড়ে উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক। মহম্মদ রিজওয়ান বলেন, 'এটা টিমগেমের জয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দলের সবাই অবদান রেখেছে।আমার এবং বাবরের শুরুটা একটু মন্থর হয়। আমাদের লক্ষ্য ছিল ৩০০। কিন্তু আমরা ৩২০ রানের বেশি করতে পেরেছি। কামরান গুলামকে এমন ইনিংস খেলতে এর আগে দেখিনি।' দুই তারকা ক্রিকেটার দলকে মজবুত জায়গায় পৌঁছে দেয়। বাবর এবং রিজওয়ান আউট হওয়ার পর দুরন্ত কামরান‌ গুলাম। দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন তিনি। ৫টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৬৩ রান করেন। শেষ ১৭ ওভারে ১৬১ রান তোলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা শুরুটা ভাল করে। দ্রুত রান তোলে প্রোটিয়ারা। কিন্তু প্রথম ছয় ব্যাটারের মধ্যে ক্লাসেন ছাড়া কেউ বড় রান পায়নি। ৪টি ছয় এবং ৮টি চারের সাহায্যে ৯৭ রান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি।