আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই শূন্য রানে আউট হন পাকিস্তানের ওপেনার আবদুল্লা শফিক। 
শূন্য রানের হ্যাটট্রিক করায় এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই ব্যাটার। এদিকে পাকিস্তান প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে গিয়ে প্রোটিয়া ব্রিগেডকে ৩-০-এ সিরিজ হারিয়েছে। আর শফিক লজ্জার এক রেকর্ড গড়েছেন। 
 পাক এই ব্যাটারের আগে একই সিরিজে তিনবার শূন্য রানে আউট হয়েছেন ১৩ জন ব্যাটসম্যান। তবে পাক ব্যাটারের সঙ্গে আলোচনায় আসতে পারেন কেবল সূর্যকুমার যাদব। তিন ম্যাচের সিরিজে সূর্যই কেবল তিন ম্যাচের সিরিজে তিনবার শূন্য রানে আউট হয়েছেন। 
 
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হন স্কাই। সেই রেকর্ডে এখন ভারতীয় তারকার সঙ্গী পাকিস্তানি ওপেনার শফিক।

জোহানেসবার্গে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে  আউট হন প্রথম বলে। দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ২ বল আর প্রথম ম্যাচে ৪ বল।

জোহানেসবার্গের বিখ্যাত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে নেমে এল যেন অকাল বসন্ত! বান্ধবীকে প্রেম নিবেদন করলেন তাঁর প্রেমিক। 

আবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন ভূমিষ্ঠ হল নবজাতক। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন বোর্ডে ভেসে উঠল সেই খবর।  অভিনন্দন জানানো হল দম্পতিকে। দুটো পৃথক ঘটনা। এই দুই ঘটনা নিয়েই যত চর্চা। ম্যাচ চলে গেল পিছনের সারিতে।