আজকাল ওয়েবডেস্ক: একসময়ে বিক্রম রাঠোরের স্কোর দেখে ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর বলতেন, ''মনে হচ্ছে যেন আইএসডি কোড।'' 

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের স্কোরকার্ড দেখলে সানি কী বলতেন জানা নেই। তবে পাকিস্তান হেরে দেখিয়ে দিল, ইমরান খানের দেশের ক্রিকেট যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। 

নিউ জিল্যান্ডের ২৯২ রানের জবাবে পাকিস্তান থেমে যায় ২০৮ রানে। পুরোদস্তুর ৫০ ওভার তারা খেলতে পারেনি। ৪১.২ ওভারেই শেষ পাকিস্তান। টপ অর্ডারের প্রথম ছয় ব্যাটারই ব্যর্থ। দলের হয়ে সর্বোচ্চ রান ফাহিম আশরাফের (৭৩)। পরের দিকে নাসিম শাহ (৫১) ছাড়া বাকিরা ব্যর্থ। নাসিম শাহ পঞ্চাশ না করলে আরও কম রানে শেষ হয়ে যেত পাকিস্তানের ইনিংস। 

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ নিউ জিল্যান্ড ৮৪ রানে জেতায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে।  ষষ্ঠ ওয়ানডে খেলতে নামা মিচেল হে অপরাজিত থেকে যান ৭৮ বলে ৯৯ রানে। মহম্মদ আব্বাস ৪১ রান করেন। এই দুই ব্যাটার উল্লেখযোগ্য রান করায় কিউয়িরা ভাল জায়গায় পৌঁছয়। আর পাকিস্তান ব্যাট করতে নেমে শেষ হয়ে যায় ২০৮ রানে। যে তিমিরে ছিল তাদের ক্রিকেট, সেই তিমিরেই রয়েছে।