আজকাল ওয়েবডেস্ক: ২৯ বছরে প্রথম আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ঐতিহাসিক মুহূর্ত নিয়ে উত্তেজিত মহম্মদ ইউসুফ। ঘরের মাঠে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে আশাবাদী প্রাক্তন তারকা। ইউসুফ বলেন, 'অন্যান্য পাকিস্তানির মতো আমিও খুব উত্তেজিত। ২৯ বছর পর পাকিস্তান আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে।' পাকিস্তানে স্টেডিয়াম তৈরি এবং সংস্কার নিয়ে চিন্তায় ছিল আইসিসি। কিন্তু শেষমেষ সময়সীমার মধ্যে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ হয়ে গিয়েছে। যার জন্য প্রশংসা কুড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইউসুফ বলেন, 'ছয় মাসের মধ্যে যেভাবে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করেছে পাকিস্তান, প্রশংসা যোগ্য। পাকিস্তান ফাইনালে উঠলে, ঘরের মাঠে খেলবে। স্টেডিয়াম মেরামতের কাজ যেভাবে করেছে পিসিবি, আশা করব পাকিস্তান দলও তেমনই ভাল ক্রিকেট খেলবে।'

পাকিস্তানের প্রাক্তন তারকা এগিয়ে রাখছেন ভারত এবং নিউজিল্যান্ডকে। তিনি মনে করেন, উপমহাদেশে‌ ভাল খেলে ব্ল্যাক ক্যাপসরা। এই প্রসঙ্গে ইউসুফ বলেন, 'নিউজিল্যান্ড দলের সবচেয়ে বেশি ভারসাম্য আছে। উপমহাদেশের পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী ওদের দল শক্তিশালী। তিনজন ভাল মানের পেসার এবং ভাল স্পিনার আছে। ব্যাটিংয়েও প্রথম ছয়জন যথেষ্ট ভাল। উইকেটকিপার অলরাউন্ডার। দু'জন স্পিন বোলিং অলরাউন্ডার আছে।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম ফেভারিট ভারত। তবে প্রাক্তন তারকা মনে করছেন, ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় পাকিস্তান কিছুটা অ্যাডভান্টেজ পাবে। এই প্রসঙ্গে ইউসুফ বলেন, 'ভারতীয় দলেও ভারসাম্য আছে। কিন্তু পাকিস্তান কিছুটা এগিয়ে থাকবে কারণ ঘরের মাঠে টুর্নামেন্ট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের মেপে খেলতে হবে। সম্প্রতি আমরা টার্নিং উইকেটে খেলেছি। আমাদের নিয়মিত স্ট্রাইক রোটেট করতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আমাদের দুর্বলতা বেরিয়ে পড়েছে। মাঝের ওভারে আমরা স্পিনারদের বিরুদ্ধে খেলতে পারিনি।' ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারলেও ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী পাকিস্তানের প্রাক্তনী।