আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়ান ক্রিকেট কাউন্সিল সাম্প্রতিক বৈঠকের পর জানিয়ে দিয়েছে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। কিন্তু সেখানে ভারত–পাকিস্তান ম্যাচ হবে কি না, তা নিয়ে সংশয় এখনও কাটেনি। এই পরিস্থিতিতে এশিয়া কাপ নিয়ে আবার টালবাহানা শুরু হয়েছে। সূত্রের খবর, সম্প্রচারকারী সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ তৈরি করছে।


এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। ২০৩১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতার সম্প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১৪৮০ কোটি টাকা দিতে হবে তাদের। পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ, ৩৭০ কোটি টাকা দাবি করেছে। তাতেই সমস্যা বেড়েছে।


এত দিন কিন্তু পাকিস্তানে সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০ শতাংশ দেওয়া হত। সেটা এক ধাক্কায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, এই টাকার চাপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে সামলানো মুশকিল। পাক বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ‘‌এই পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে। হয় সকলে মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপের সম্প্রচার করতে হবে। নইলে প্রতিযোগিতার সম্প্রচারের দৌড় থেকে বেরিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না।’‌ 

 

আরও পড়ুন:‌ এবার বিতর্কে জড়ালেন আম্পায়ারও, ওভালে জোর তর্কাতর্কি রাহুলের সঙ্গে ধর্মসেনার 


সম্প্রচারকারীদের এই দাবি ভারত–পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ করতে পারে বলে দাবি করেছেন পিসিবি’‌র ওই আধিকারিক। তিনি বলেছেন, ‘‌ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জুয়া খেলছে। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে। যদি তেমনটা হয় তা হলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ হবে।’‌ তবে এখনও এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে মুখ খোলেনি।


প্রসঙ্গত, শেষ পর্যন্ত এশিয়া কাপ হলেও ভারত–পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পরে ‘অপারেশন সিঁদুর’ ঘিরে দু’দেশের সম্পর্ক বেশ উত্তপ্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি–র কাছে আবেদন করেছিল, বড় প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে না ফেলতে। তার পরেও এশিয়া কাপে তাদের এক গ্রুপে রাখা হয়েছে। সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সেই ম্যাচ হওয়ার কথা।


কয়েক দিন আগে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’–এ ভারতীয় ক্রিকেটারদের আপত্তিতে ভারত–পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছে। পরে সেমিফাইনালে দুই দল মুখোমুখি হলেও ভারত প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি তারা। সম্প্রচারকারী সংস্থাও ভারতের পাশেই দাঁড়িয়েছে। এশিয়া কাপেও ভারত–পাক ম্যাচ ঘিরে আপত্তি তুলেছেন ভারতীয় সমর্থকেরা। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কি না তা হয়তো কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে। পাকিস্তান ম্যাচ বয়কটের দাবিতে কেন্দ্রের উপর রাজনৈতিক চাপও বাড়ছে। তাই এশিয়া কাপে আদৌ ভারত–পাক মহারণ দেখা যাবে কিনা তা নিয়ে টালবাহানা অব্যাহত রয়েছে।