আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর ঘোষণা করলেন ইমাদ ওয়াসিম। অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপ খেলার ছয় মাসের মধ্যে আবার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করেন। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'অনেক ভাবার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সেরা স্বীকৃতি। সবুজ জার্সিতে প্রতিটি মুহূর্তের কথা চিরকাল মনে রাখব।'

আগের বছর নভেম্বরে প্রথমবার অবসর ঘোষণা করেন ইমাদ ওয়াসিম। ফিটনেস সমস্যা এবং দলে সুযোগ না পাওয়ার জন্য আচমকা অবসর নিয়ে বসেন। কিন্তু আবার অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে ফেরেন। কিন্তু প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় পাকিস্তান। গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হারে। ইমাদের পারফরম্যান্সও নজরকাড়া ছিল না। মাত্র তিন উইকেট পান। ব্যাট হাতে ১৯ রান করেন। মোট ৫৫টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন ইমাদ ওয়াসিম। ৪৪ উইকেট নেন। ৯৮৬ রান করেন। মোট ৭৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। তুলে নেন ৭৩ উইকেট। রান ৫৫৪। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না। ঘরোয়া টুর্নামেন্ট এবং ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন পাকিস্তানের অলরাউন্ডার।