আজকাল ওয়েবডেস্ক: সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান হয়ে গেল জাতীয় দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংয়ের।
এই বাগদান অনুষ্ঠানে ছিল তারাদের মেলা। সেখানেই তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমার ধরা দিলেন অন্য অবতারে।
তাঁর নাচ সবার দৃষ্টি আকর্ষণ করে নিল। বলিউডের জনপ্রিয় গান 'শাদি গলি'র সঙ্গে পা নাচালেন ভুবি। প্রিয়া সরোজ তাঁকে নাচার জন্য অনুরোধ করেন। সেই অনুরোধে সাড়া দিয়ে নাচতে শুরু করেন ভুবি। তিনি ডেকে নেন রিঙ্কুকেও। তার পরে শুরু হয় তুমুল নাচ। সেই ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
এর আগে এরকমই একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে প্রিয়া সরোজ নাচছেন। রিঙ্কুকে দেখে মনে হচ্ছে তিনি লজ্জা পেয়েছেন। প্রথমে রিঙ্কু নাচতে চাননি। পরে তাঁকে দেখা যায় নাচতে। দেখে মনেই হচ্ছিল উপভোগ করছেন মুহূর্ত।
Rinku Singh & Priya Saroj Dance wih swing Master Bhuvneshwar Kumar @PriyaSarojMP #rinkusingh #ringceremony pic.twitter.com/qsVQ3Esq59
— gaurav singh (@gauravsingh078)Tweet by @gauravsingh078
পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনীতি ও ক্রিকেটমহলের সীমিত কিছু অতিথির উপস্থিতিতে লখনউয়ের সেন্ট্রাম হোটেলে জীবনের নতুন ইনিংসের পথে এগিয়ে গেলেন রিঙ্কু ও সরোজ। প্রবীণ কুমার, পীযূষ চাওলার মতো প্রাক্তন ক্রিকেটার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উত্তর প্রদেশের রঞ্জি দলের অধিনায়ক আরিয়ান জুয়েল ছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ ডিম্পল যাদব, প্রিয়া সরোজের ঘনিষ্ঠ বন্ধু ইকরা হাসান, সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা অধ্যাপক রামগোপাল যাদব এবং কংগ্রেস নেতা রাজীব শুক্লা এসেছিলেন বাগদান অনুষ্ঠানে।
