আজকাল ওয়েবডেস্ক:‌ ভুলে যাওয়া তাঁর অভ্যাস। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও সেই অভ্যাস ছাড়তে পারলেন না রোহিত গুরুনাথ শর্মা। 


ফের করে ফেললেন ভুল। মানে একেবারে ভুলেই গেলেন। রবিবার রাতে দুবাইয়ে ম্যাচ জেতার পর ট্রফি নিয়ে সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অবসর নিয়ে প্রশ্ন উড়িয়ে দিয়েছেন। শেষে সাংবাদিকদের সঙ্গে ট্রফি নিয়ে ছবিও তুলেছেন। তবে ঘর থেকে বেরোনোর সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই নিতে ভুলে যান রোহিত! সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 


এটা ঘটনা রোহিতের ভুলে যাওয়ার রোগ নতুন নয়। অতীতে বার বার বিভিন্ন জিনিস ভুলে গিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এক দিন বাসে ওঠার আগে তাঁর মনে পড়েছিল মোবাইল নিতে ভুলে যাওয়ার কথা। এক কর্মীকে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মোবাইল নিয়ে আসতে হয়েছিল। শুধু মোবাইল নয়, পাসপোর্ট, মানিব্যাগ, ঘরের চাবি ইত্যাদি দরকারি জিনিস ভুলে যাওয়ার বিস্তর ইতিহাস রয়েছে হিটম্যানের।


তবে এটা ঘটনা সাংবাদিক সম্মেলনে অবসরের জল্পনা উড়িয়ে দেন রোহিত।