আজকাল ওয়েবডেস্ক: কেএল রাহুল না সরফরাজ খান? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কে সুযোগ পাবে? বেঙ্গালুরুতে দুর্দান্ত ১৫০ রান করে নিজের জায়গা পাকা করে নিয়েছেন সরফরাজ। কিন্তু রাহুলকে এত সহজে ছেঁটে ফেলতে চাইছেন না গৌতম গম্ভীর। এমন জানান তাঁরই ডেপুটি রায়ান টেন দুশখাতে। কিউয়িদের বিরুদ্ধে ওপেনিং টেস্টে আট উইকেটে হারার পর পুনেতে বাউন্স ব্যাক করাই লক্ষ্য রোহিতদের। সঠিক কম্বিনেশন গড়াই আসল চ্যালেঞ্জ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। বাকি দুই টেস্টের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। চোট সারিয়ে ফিরতে পারেন শুভমন গিল। ঋষভ পন্থের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, খেলার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় কাকে বাদ দেওয়া হবে? পরিস্থিতি অনুযায়ী রাহুলকেই হয়তো বসতে হবে। দুশখাতে বলেন, 'দলে জায়গা নিয়ে একটা লড়াই চলছে। সেটা লোকানোর কোনও মানে নেই। আগের টেস্টে দারুণ খেলেছে সরফরাজ। টেস্ট শেষ হওয়ার পর আমি কেএলের কাছে গিয়ে বলি, তুমি কটা বল খেলেছ, আর কটা মিস করেছ? রাহুলকে নিয়ে চিন্তার কোনও অবকাশ নেই। ও ভালই ব্যাট করছে। মানসিকভাবেও ভাল জায়গায় আছে। কিন্তু আমাদের ছ'জনকে বেছে নিতে হবে। পিচ দেখে দলের কম্বিনেশন ঠিক করতে হবে।' 

প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে ১৫০ রান করেন সরফরাজ। সেখানে রান পাননি রাহুল। সবদিক বিবেচনা করলে পুনে টেস্টে বাদ পড়ার তালিকায় হয়তো এগিয়ে থাকবেন রাহুল। কিন্তু তাঁকে এখনই বাদ দিতে চান না ভারতের কোচ। রাহুলের ওপর পূর্ণ আস্থা আছে তাঁর। দুশখাতে বলেন, 'আমরা ওর ফর্ম নিয়ে চিন্তিত নয়। গৌতি রাহুলকে আরও সুযোগ দিতে চায়। ওর ওপর আমাদের ভরসা আছে। তবে বর্তমানে প্রতিযোগিতামূলক পরিস্থিতি। ইরানি ট্রফিতেও ১৫০ এর বেশি রান করেছে সরফরাজ। দলের স্বার্থের কথা ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' শুভমন গিল এবং ঋষভ পন্থ সম্পূর্ণ ফিট হয়ে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পুনেতে উইকেটের পেছনে দেখা যেতে পারে পন্থকে।