আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন ভারতীয় শুটার মানু ভাকের। পরিবার, বন্ধু এবং আপামর দেশবাসীর তরফে মানু শুভেচ্ছাবার্তা পেয়েছেন।

 

 

প্যারিস থেকে ফিরেও ব্যস্ততা কমেনি ভাকেরের। অলিম্পিকে শুটিংয়ে দক্ষতা দেখানোর পর এবার মঞ্চে নাচতে দেখা গেল মানুকে। তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">August 20, 2024

 

 

সেখানে একটি অনুষ্ঠানে কিছু স্কুলের বাচ্চাদের সাথে বার বার দেখো সিনেমার বিখ্যাত গান 'কালা চশমা'-তে নাচ করতে দেখা গিয়েছে মানু ভাকেরকে।