আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান ও বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সোমবার নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। 


এর ফলে যা হল পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ হয়ে গেল নিয়মরক্ষার। আর আগামী রবিবার দুবাইয়ে ভারত–নিউজিল্যান্ড খেলবে গ্রুপের শীর্ষস্থানের জন্য।


এটা ঘটনা পড়ে গিয়েছিল ১১৮ রানের মধ্যে পাঁচ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশ থামে ২৩৬/‌৯ রানে।
রাওয়ালপিন্ডিতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কিউয়িরা। কিন্তু ব্যাটাররা হলেন ডাহা ফেল। একমাত্র অধিনায়ক শান্ত একদিক ধরে রেখে করে গেলেন ৭৭। আর ভারতের বিরুদ্ধে রান পাওয়া জাকের আলি করেন ৪৫। তবে তৌহিদ হৃদয় এদিন ব্যর্থ। শুরু থেকেই নিয়মিত উইকেট হারানোয় বাংলাদেশের রানের গতি কখনই ভাল ছিল না। শেষের দিকে রিষাদ হোসেন করেন ২৬।


কিউয়ি বোলারদের মধ্যে সেরা মাইকেল ব্রেসওয়েল। পেলেন চার উইকেট। উইলিয়াম ও’‌রুরকি পান দুই উইকেট।


জবাবে ব্যাট করতে নেমে ৪৬.‌১ ওভারেই ২৪০/‌৫ তুলে জিতে যায় কিউয়িরা। শতরান করেন রাচিন রবীন্দ্র (‌১১২)‌। টম ল্যাথামকে (‌৫৫)‌ সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ১২৯ রান। ওখানেই শেষ খেলা। শেষের দিকে গ্লেন ফিলিপস ২১ করে যান। শুরুতে কনওয়ে করেন ৩০। তবে উইলিয়ামসন রান পাননি।