আজকাল ওয়েবডেস্ক: পেটের সমস্যা নিয়েই খেললেন। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকার কথায়, ‘অলৌকিক ওষুধ’। জকোভিচ ৬–১, ৬–৭, ৬–২, ৬–২ গেমে হারালেন আলেকজান্ডার মুলারকে।
তবে মেয়েদের বিভাগে ঘটে গেল বড় অঘটন। দ্বিতীয় বাছাই কোকো গফ প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। সপ্তাহ তিনেক আগে ফরাসি ওপেন জেতা গফের ছিটকে যাওয়া উইম্বলডনের অন্যতম বড় অঘটন। তাঁকে উইম্বলডন জয়ের দাবিদার হিসাবে ধরা হচ্ছিল। তবে ২১ বছরের ডায়ানা ইয়াসস্ত্রেমস্কার কাছে ৬–৭, ১–৬ গেমে হারেন গফ। গত বছরও তিনি উইম্বলডনে প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন।
এটা ঘটনা, প্রথম সেটে নিজের ছন্দে ছিলেন জকোভিচ। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। কিন্তু দ্বিতীয় সেটে তাঁর খেলায় আচমকাই ছন্দপতন হয়। বোঝাই যাচ্ছিল, কিছু একটা সমস্যা হচ্ছে। ছ’টি সেট পয়েন্ট পেয়েও জিততে পারেননি জকোভিচ। তৃতীয় সেটে দু’বার কোর্টেই চিকিৎসককে ডাকতে হয়। অবশেষে তিন ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে জেতেন তিনি।
ম্যাচের পর জকোভিচ বলেছেন, ‘জানি না পেট খারাপ হয়েছিল কি না। তবে খুব সমস্যা হচ্ছিল। চিকিৎসক অলৌকিক কী সব ওষুধ দিলেন, যেটা খেয়ে ম্যাজিকের মতো কাজ হল। তাই ম্যাচটা ভাল ভাবে শেষ করতে পেরেছি।’
এদিকে, গতবারের বিজয়ী বারবোরা ক্রেজিকোভা ছিটকে যাওয়ার হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন। তিন সেটে হারিয়েছেন আলেকজান্ডার এয়ালাকে। জানিক সিনার, ইগা শিয়নটেক, টেলর ফ্রিৎজরা সহজেই পরের রাউন্ডে উঠলেন।
