আজকাল ওয়েবডেস্ক: একসময়ে টেনিস  কোর্টে নোভাক জকোভিচের দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যান্ডি মারে। ব্রিটিশ তারকা 
অ্যান্ডি মারে র‌্যাকেট তুলে রেখে দিয়েছেন। কিন্তু নোভাক জকোভিচ খেলেই চলেছেন। এবার সার্বিয়ান তারকার কোচ হিসেবে দেখা যাবে মারেকে। অস্ট্রেলিয়ান ওপেনে জোকার ও মারের কোর্টের একই দিকে থাকবেন। 

টেনিস থেকে সরে দাঁড়ানোর পরে কোচ হিসেবে এই প্রথমবার আত্মপ্রকাশ ঘটতে চলেছে মারের। তাও আবার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর কোচ! কাজটা চ্যালেঞ্জিংও বটে। ২০২৫-এর শুরু থেকেই দেখা যাবে জকোভিচ-মারে যুগলবন্দি।   

প্যারিস অলিম্পিক খেলেই র‌্যাকেট তুলে রেখেছেন অ্যান্ডি মারে। বিদায়বেলায় সোনা জিতে কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। কিন্তু শেষটা সুখের হয়নি। প্যারিস অলিম্পিকে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে যান তিনি। 

মারে সোনা জিততে না পারলেও জোকার কিন্তু সোনা জিতেছিলেন। তাঁর ট্রফি জয়ের খিদে এখনও অনন্ত। অস্ট্রেলিয়ান ওপেনে জোকারের কোচ হিসেবে কাজ করবেন মারে। একসময়ের তীব্র প্রতিদ্বন্দ্বীকে কোচ হিসেবে পাওয়ার পরে জোকার বলেছেন, ''আমার অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বীকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত। মরশুম শুরুর অপেক্ষায় রয়েছি। অ্যান্ডিকে নিয়ে অস্ট্রেলিয়ায় শুরু করছি। ওর সঙ্গে আমি অস্ট্রেলিয়ার মাটিতে অনেক ব্যতিক্রমী মুহূর্ত শেয়ার করেছি।'' এবার অন্য এক মুহূর্তের জন্ম দিতে চলেছেন দুই টেনিস মহারথী। গুরু মারে, শিষ্য জোকার। 


অন্যদিকে অ্যান্ডি মারে বলেছেন, "আমি অফ সিজনে নোভাকের দলে যোগ দিতে চলেছি। নোভাককে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুত করতে সাহায্য করব। আমি সত্যিই উত্তেজিত। নেটের একই দিকে নোভাকের সঙ্গে সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে রয়েছি।'' 

দুই তারকা যেমন নতুন শুরুর দিকে তাকিয়ে। তেমনই টেনিস বিশ্বও নতুন এই যুগবন্দির দিকে তাকিয়ে।