আজকাল ওয়েবডেস্ক: অ্যান্ডি মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের। মঙ্গলবার সার্বিয়ান তারকা জানান, তাঁর বর্তমান কোচ এবং এককালীন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে গাঁটছড়া ভাঙছেন। হাতেগুণে মাত্র ছয় মাস জকোর কোচ ছিলেন মারে। অস্ট্রেলিয়ান ওপেনের আগে ব্রিটিশ তারকাকে তাঁর কোচিং স্টাফের অঙ্গ করেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে জকোভিচ লেখেন, 'ধন্যবাদ কোচ অ্যান্ডি, গত ছয় মাস সমস্ত পরিশ্রম, মজা এবং কোর্ট ও কোর্টের বাইরে আমাকে সমর্থনের জন্য। আমাদের এই বন্ধুত্ব আমি উপভোগ করেছি।' 

এই জুটি শুরুতে আশা জাগায়। কার্লোস আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠেন জকো। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম। কিন্তু সেমিফাইনালে চোট পাওয়ার পর টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হন। চোট সারিয়ে ফেরার পর থেকে ছন্দ ফিরে পাননি জোকার। মিয়ামি ওপেনের ফাইনালে জাকুব মেনসিকের কাছে হারেন। মন্টে কার্লোতে দ্বিতীয় রাউন্ডে অ্যালেজান্দ্র তাবিলোর কাছে হেরে ছিটকে যান। মাদ্রিদ ওপেনে ম্যাটিও অর্নাল্ডির কাছে হারেন। চলতি বছরে কোনও খেতাব জেতেননি। গতবছর প্যারিস অলিম্পিকে সোনা জয়ই শেষ বড় সাফল্য। পরের সপ্তাহে জেনিভা ওপেনে অংশ নেবেন জকো।