আজকাল ওয়েবডেস্ক: তিনদিন পর ম্যাঞ্চেস্টারে শুরু তৃতীয় টেস্ট। তার আগে একটি মজার প্রতিযোগিতায় অংশ নিলেন চেতেশ্বর পূজারা এবং নিক নাইট। যৌথভাবে বেছে নিলেন একবিংশ শতাব্দীর ভারত এবং ইংল্যান্ডের সেরা একাদশ। পূজারার তালিকায় বাদ পড়েন গৌতম গম্ভীর, রোহিত শর্মা এবং জাহির খান। প্রথমেই বেন স্টোকসকে বেছে নেন প্রাক্তন ভারতীয় তারকা। তারপর ওপেনার হিসেবে বীরেন্দ্র শেহবাগ এবং অ্যালিস্টার কুককে বেছে নেন নিক নাইট। ওপেনারদের মধ্যে রোহিত শর্মা, গৌতম গম্ভীর এবং মুরলী বিজয় বিকল্প ছিল। কিন্তু উইকেটকিপার ওপেনার হিসেবে অ্যালেক স্টুয়ার্টকে বেছে নেন পূজারা। তাঁর অন্য ওপেনার রাহুল দ্রাবিড়। পেস জুটি হিসেবে ইংল্যান্ডের তারকা বেছে নেন জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডকে। জাহির বিকল্পে থাকলেও ভারত এবং ইংল্যান্ডের প্রাক্তনী তাঁকে বেছে নেয়নি। পেসারদের মধ্যে মহম্মদ সামিকে নেন পূজারা।
তাঁর দলের মিডল অর্ডার ব্যাটার হিসেবে শচীন তেন্ডুলকর এবং কেভিন পিটারসেনকে বেছে নেন নাইট। স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনকে বেছে নেন পূজারা। জো রুটকেও নেন। এমএস ধোনি এবং গ্রেম সোয়ানকে বেছে নেন নাইট। বোলারদের মধ্যে কোনও বিদেশিকে নেননি ভারতীয় তারকা। রবীন্দ্র জাদেজাকে নেন। এছাড়াও বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ এবং অ্যান্ড্রু ফ্লিনটফকে নেন তিনি। সুতরাং, পূজারার দলের দুই ওপেনার অ্যালেক স্টুয়ার্ট এবং রাহুল দ্রাবিড়। তিন নম্বরে জো রুট। চারে বিরাট কোহলি। পাঁচ এবং ছয়ে ভিভিএস লক্ষ্মণ এবং বেন স্টোক। সাতে অ্যান্ড্রু ফ্লিনটফ। একজন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুই পেসার মহম্মদ সামি এবং যশপ্রীত বুমরা।
সম্প্রতি একজন কোচের মাইন্ডসেট নিয়ে কথা বলেন গম্ভীর। জানান, তাঁর কাছে প্রথম শ্রেণীর ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমের সংস্কৃতি খুব জরুরি। চেতেশ্বর পূজারার সঙ্গে কথা বলার সময় গম্ভীর বলেন, 'এই প্রথমবার তিনটে বিভাগেই পরিবর্তন হচ্ছে। আমার মতে, ঘরের মাঠে প্রথম শ্রেণীর ক্রিকেট আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।' ভারতের হেড কোচ আরও জানান, তাঁর এবং দলের লক্ষ্য এগিয়ে যাওয়া। গম্ভীর বলেন, 'প্রতিদিন লড়াই করতে হবে। আমরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করি। গৌতম গম্ভীর গুরুত্বপূর্ণ নয়। ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমের সংস্কৃতি নিয়ে সবার মতামত দেওয়ার অধিকার আছে। তাতে গুরুত্ব দেওয়া হবে।' ম্যাঞ্চেস্টার টেস্টে দলে একটা বা দুটো পরিবর্তন হতে পারে। বুমরার জায়গায় খেলতে পারেন অর্শদীপ সিং। বাদ পড়তে পারেন করুণ নায়ার। অবশ্য কোনও কিছুই নিশ্চিত নয়।
