আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চোটে জর্জরিত ভারতীয় শিবির। চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন আরও এক তারকা। অর্শদীপ সিংয়ের পর ওল্ড ট্র্যাফোর্ডে পাওয়া যাবে না নীতিশ কুমার রেড্ডিকে। শুধু চতুর্থ টেস্ট নয়, শেষ টেস্টেও পাওয়া যাবে না ভারতীয় অলরাউন্ডারকে। সুতরাং, ইংল্যান্ড সফর শেষ নীতিশের। তবে মাত্র একজন পরিবর্তের নাম ঘোষণা করেছে বিসিসিআই। ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চেন্নাই সুপার কিংসের পেসার অংশুল কম্বোজকে দলের সঙ্গে যোগ করা হয়েছে। কিন্তু এখনও নীতিশ রেড্ডির বদলি ঘোষণা করা হয়নি। সিরিজে টিকে থাকতে হলে ম্যাঞ্চেস্টারে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। পাঁচ ম্যাচের সিরিজে ১-২ এ পিছিয়ে শুভমন গিলরা। আকাশ দীপের ফিটনেস নিয়েও সংশয় ছিল। তবে ম্যাঞ্চেস্টার টেস্টের দলে তাঁকে রাখা হয়েছে। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হলে, কোন পেসারকে খেলানো‌ হবে সেটাই দেখার। 

তারকা পেসারের খেলা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, শোনা যাচ্ছে, চতুর্থ টেস্টে খেলাতে পারেন বুমরা। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আকাশ দীপ। এখনও পর্যন্ত একটা টেস্টেও সুযোগ পাননি কুলদীপ যাদব। তাঁকে খেলানোর আর্জি জানানো হচ্ছে। বিসিসিআইয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'বাঁ হাঁটুর চোটের জন্য বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন নীতিশ রেড্ডি। নীতিশ বাড়ি ফিরে যাবে। ওর সুস্থতার প্রার্থনায় দল। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অর্শদীপ সিং। বেকেনহ্যামে ট্রেনিংয়ের সময় নেটে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। নির্বাচক কমিটি অংশুল কম্বোজকে দলের সঙ্গে যুক্ত করেছে। তিনি ম্যাঞ্চেস্টারে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ২৩ জুলাই চতুর্থ টেস্ট শুরু হবে।'

ম্যাঞ্চেস্টার টেস্ট শুরু হতে বাকি মাত্র দু'দিন। তার আগে সবচেয়ে বড় প্রশ্ন, যশপ্রীত বুমরা কি খেলবেন? ওয়ার্কলোড সামলানোর জন্য ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, পাঁচের মধ্যে তিনটে টেস্টে খেলবেন তারকা পেসার। তারমধ্যে দুটোতে খেলে ফেলেছেন। বার্মিংহ্যামের পর লর্ডস টেস্টে খেলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবার শেষ টেস্টে খেলার কথা বুমরার। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে হারলেই সিরিজ হাতছাড়া। সেক্ষেত্রে পঞ্চম তথা শেষ টেস্টের কোনও গুরুত্ব থাকবে না। তাই ম্যাঞ্চেস্টারে তারকা পেসারকে খেলানোর পরামর্শ দেন অনিল কুম্বলে, দীপ দাশগুপ্তরা। ম্যাচের গুরুত্বের কথা তুলে ধরেন ভারতের প্রাক্তন কোচ। অনিল কুম্বলে বলেন, 'আমি হলে পরের টেস্টে বুমরাকে খেলাতাম। কারণ সেটা গুরুত্বপূর্ণ। ও যদি না খেলে, এবং ভারত টেস্ট হারে, তাহলে ওখানেই শেষ। সিরিজ শেষ হয়ে যাবে। বুমরার পরের দুটো টেস্ট খেলা উচিত। জানি আগে বলা হয়েছিল, ও তিনটে টেস্ট খেলবে। কিন্তু এরপর লম্বা বিরতি আছে। ও বিশ্রাম নিতে চাইলে, হোম সিরিজের অঙ্গ না হলেও চলবে। তবে এই মুহূর্তে, বুমরার পরের দুটো টেস্টই খেলা উচিত।' এই নিয়ে সওয়াল করেন দীপ দাশগুপ্তও। দীপ বলেন, 'যশপ্রীত বুমরার অবশ্যই চতুর্থ টেস্টে খেলা উচিত। আমি শুনেছিলাম, ওকে প্রথম, তৃতীয় এবং পঞ্চম টেস্টে খেলানো হতে পারে। কিন্তু ভারত যখন পিছিয়ে পড়েছে, চতুর্থ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্বের সেরা বোলারকে অবশ্যই খেলানো উচিত। দুই টেস্টের মধ্যে আট দিনের বিরতি‌ আছে। চতুর্থ টেস্টে হেরে গেলে আর পঞ্চম টেস্টের কোনও গুরুত্ব থাকবে না। বর্তমানে আসন্ন টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ।' বুমরার জায়গায় অর্শদীপকে খেলানোর কথা চলছিল। কিছু তরুণ পেসার ছিটকে যাওয়ায়, শেষপর্যন্ত হয়ত ম্যাঞ্চেস্টারে বুমরাকে খেলতে দেখা যাবে।