আজকাল ওয়েবডেস্ক: ভারতের অলরাউন্ডার নীতীশ রেড্ডি দ্বিতীয় টেস্ট ম্যাচে এক ওভারও বল করলেন না। ভারতের টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্ত অবাক করেছে আকাশ চোপড়াকে। ভারতীয় বোলাররা ২০০ ওভার বল করলেন কিন্তু নীতীশ রেড্ডি এক ওভারও বল পেলেন না। আকাশ চোপড়া বলেন, ''আমার কোনও আইডিয়াই নেই। আগের ম্যাচে ও ব্যাট করেনি। এই ম্যাচে বল করল না। অধিনায়ক তো সবাইকেই পরীক্ষা করে দেখল। কিন্তু নীতীশ রেড্ডি নয় কেন?''
আকাশ চোপড়ার সংযোজন, ''নীতীশ রেড্ডি ব্যাট করার পাশাপাশি ব্যাটও করতে পারে। অলরাউন্ডার হিসেবে এই ম্যাচে খেলেছে। ও বল না করায় আমায় অবাক করেছে। ওর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। একটা টেস্ট ম্যাচে ওকে আট নম্বরে ব্যবহার করা হচ্ছে। আবার পাঁচ নম্বরে যখন ব্যাট করতে নামছে তখন আবার বল করছে না। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে প্রশ্ন আমরা ওই ছ'নম্বর স্লট নিয়ে কী করব?''
নীতীশ রেড্ডির হাতে বল তুলে না দিলেও ভারতের দ্বিতীয় টেস্ট জিততে সমস্যা হল না। টেস্ট অধিনায়ক হিসেবে শুরুটা ভালই হয়েছিল। ইংল্যান্ডে টিমগেমে সিরিজ ড্র করলেও অল্পের জন্য জয় আসেনি। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় দলের তরফে বার্তা দেওয়া হয়েছিল যে কোনওভাবেই এই সিরিজকে হালকা নেওয়া হচ্ছে না। আর দুটি টেস্ট জুড়েই টিম ইন্ডিয়ার তরফে আক্রমণাত্মক মনোভাব দেখা গিয়েছে।
দিল্লিতে ফলো অন কাজ না করলেও ওয়েস্ট ইন্ডিজের দেওয়া টার্গেট তুলে দিয়ে সিরিজ জিতে ২-০ জিতে নিল ভারত। সাত উইকেট বাকি থাকতেই অরুণ জেটলি স্টেডিয়ামে টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ওপেনে নেমে অপরাজিত থাকেন কেএল রাহুল।
গোটা সিরিজ জুড়েই ভারতীয় ব্যাটাররা আধিপত্য দেখিয়েছেন। দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু হোপ এবং ক্যাম্পবেল ফেরার পর আর কেউ সেভাবে বড় রান পাননি। পঞ্চম দিনে ভারতের জিততে দরকার ছিল ৫৮ রান। হাতে ছিল ন’উইকেট। ক্রিজে ছিলেন সাই সুদর্শন এবং রাহুল।
দু’জনেই শুরু থেকে আক্রমণ করে খেলছিলেন। সুদর্শন আউট হন ৩৯ রান করে। চার নম্বরে নেমে শুভমান চালিয়ে খেলতে গিয়ে আউট হন ১৩ রান করে। তবে এদিন ৫৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ধ্রুব জুড়েল অপরাজিত থাকেন ৬ রানে।
আরও পড়ুন: দিল্লিতে জাদেজার নজির, ছাপিয়ে গেলেন দেশের এক চ্যাম্পিয়ন বোলারকে ...
