আজকাল ওয়েবডেস্ক:‌ বিরল নজির গড়লেন কিউয়ি ব্যাটার রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকেই শতরান করেছেন। এর আগে ২০২৩ বিশ্বকাপে অভিষেকেও শতরান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম ম্যাচেই পেয়েছিলেন শতরান। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে নেমেই করে ফেললেন শতরান। ক্রিকেট ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেনি। টানা বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ আইসিসি ইভেন্টে অভিষেকেই শতরান করলেন তিনি।


বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার সঙ্গে সঙ্গেই আরও একটি নজির গড়েছেন রবীন্দ্র। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি শতরানের মালিক এখন রবীন্দ্র। ২০২৩ বিশ্বকাপে করেছিলেন তিনটি শতরান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি মিলিয়ে হল চার। আইসিসি ইভেন্টে তিনটি করে শতরান রয়েছে কেন উইলিয়ামসন ও ন্যাথান অ্যাস্টলের।


উপমহাদেশের উইকেটে যে তিনি জ্বলে ওঠেন, তার প্রমাণ মিলেছিল ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপেই। এবার পাকিস্তানের মাটিতেও করে ফেললেন সেঞ্চুরি। কিউয়িরা ইতিমধ্যেই চলে গেছে সেমিফাইনালে। তাই রাচিন হাতে আরও অন্তত দুটি ম্যাচ পাবেন। তাই আইসিসি ইভেন্টে তাঁর শতরানের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।