আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ডের চিন্তা বাড়িয়েছিলেন লকি ফার্গুসন। হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল তাঁর। সেই সময়ে তাঁকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। পায়ের চোটের জন্য শেষমেশ আইসিসি-র মেগা ইভেন্ট থেকে ছিটকেই গেলেন লকি ফার্গুসন।
বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে বড় সড় ধাক্কা খেল কিউয়িরা।
রবিবার করাচিতে আফগানিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সময়ে ডান পায়ে অস্বস্তি বোধ করেন ফার্গুসন। তাঁর পায়ের পরিস্থিতি দেখার পরে এই ধারণাতেই সবাই এসেছে যে টুর্নামেন্টের আগে সেরে উঠবেন না লকি ফার্গুসন। তাঁর পরিবর্তে কাইল জ্যামিসনের নাম ঘোষণা করা হয়েছে।
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কিউয়িদের। দিন কয়েক আগে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে মুখে চোট পেয়েছিলেন রাচীন রবীন্দ্র। সেই চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন রাচীন রবীন্দ্র।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ড পাচ্ছে না বেন সিয়ার্সকে। তাঁর পরিবর্তে জ্যাকব ডাফিকে দলে নিয়েছে কিউয়িরা।
লকি ফার্গুসনের চোট যে প্রভাব ফেলবে নিউ জিল্যান্ডের সাজঘরে তা বলাই বাহুল্য।
বিশেষ করে প্রতিযোগিতায় নামার ঠিক আগেরদিনই যদি চোটের কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় দলের নামী তারকাকে, তা হলে তো তা চিন্তারই বিষয়।
সিয়ার্সের পর ফার্গুসনকে হারানোয় একপ্রকার হতাশ ব্ল্যাক ক্যাপসদের কোচ কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ''লকি ফার্গুসনের জন্য খারাপ লাগছে। আমাদের বোলিং বিভাগের অন্যতম প্রধান অস্ত্র ফার্গুসন। বড় টুর্নামেন্টে ওর অভিজ্ঞতা কাজে লাগত আমাদের। লকি নিজেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মুখিয়েই ছিল।''
