আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ডের চিন্তা বাড়ল। হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে লকি ফার্গুসনের।
এর ফলে পাকিস্তানে হতে চলা ত্রিদেশীয় সিরিজে ফার্গুসন অনিশ্চিত হয়ে পড়লেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড। আইসিসি টুর্নামেন্টে শেষমেশ কি ফার্গুসনকে ছাড়াই খেলতে নামতে হবে কিউয়িদের? হাতে সময় বিশেষ নেই। ফার্গুসন কিন্তু চিন্তা বাড়িয়ে দিলেন কিউয়ি শিবিরে।
সংযুক্ত আরব আমিরশাহিতে আইএলটি-টোয়েন্টিতে খেলার সময়ে চোট পান ফার্গুসন।
ম্যাচের শেষ বল, বিপক্ষ দলের দরকার কেবল এক রান। শেষ ডেলিভারিটি করতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয় তাঁকে।
খেলার শেষে ফার্গুসনকে বলতে শোনা গিয়েছে, ''হ্যামস্ট্রিংয়ে সমস্যা। দুর্ভাগ্য ছাড়া আর কীইবা বলি। শেষ বলটি যদি করতে পারতাম।''
এদিকে নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, ''আমরা রিপোর্ট পেয়েছি। সেই রিপোর্ট দেখে আমাদের রেডিওলজিস্ট আমাদের জানাবেন। তার অপেক্ষায় রয়েছি। লকি পাকিস্তানে আসবে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওর বিকল্প লাগবে,সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।''
