আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের কোচ হিসেবে যোগ দিয়েই বার্তা দিয়ে রাখলেন কার্লো অ্যানচেলোত্তি। প্রথম দিন ব্রাজিল দল ঘোষণা করলেন ইতালীয় কোচ। সেই দলে নেই নেইমার। ফিটনেসের জন্যই নেইমারকে দলে রাখেননি বলে জানান প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ। 

দু'ম্যাচের জন্য দল ঘোষণা করেন অ্যানচেলোত্তি। কাসেমিরোর মতো অভিজ্ঞদের ফেরালেও নেইমারকে দলে রাখেননি তিনি। তাহলে কি অ্যানচেলোত্তি আসার পরই শেষ হয়ে গেল নেইমার যুগ! 

নেইমারকে না নেওয়ার কারণ প্রসঙ্গে অ্যানচেলোত্তি বলেন, ''শারীরিক দিক থেকে ভাল জায়গায় ফুটবলারদের দলে নিয়েছি। নেইমার খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। নেইমারের উপরে  আমাদের আস্থা রয়েছে।''

৬ জুন ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে  ব্রাজিলের। পাঁচ দিন পর ঘরের মাঠে ব্রাজিলের সামনে  প্যারাগুয়ে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্রাজিলকে ফের চ্যাম্পিয়ন করার  প্রতিশ্রুতি দেন অ্যানচেলোত্তি। তিনি বললেন বটে। তবে ব্রাজিলকে সেরা করা খুবই কঠিন, তা নিজেও জানেন অ্যানচেলোত্তি। 

২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা পর্বে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল।