আজকাল ওয়েবডেস্ক: চোট সারিয়ে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে অনুষ্ঠিত বর্ডার গাভাসকার ট্রফির পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচের পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। পিঠের নিচের অংশে স্ট্রেস ইনজুরির কারণে আইপিএলের শুরুর দিকেও তাঁকে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। এই মরশুমে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বুমরা ইতিমধ্যেই তিনটি ম্যাচ মিস করেছেন। জানা গিয়েছে, বর্তমানে রিহ্যাবের শেষ ধাপে থাকায় আগামী আরও কয়েকটা ম্যাচে তাঁকে পাবে না মুম্বই। রিপোর্ট অনুযায়ী, বুমরা বর্তমানে বিসিসিআইয়ের এক্সেলেন্স সেন্টারে তাঁর ফিটনেস পরীক্ষার শেষ ধাপে রয়েছেন।
বিসিসিআই এবং বুমরা নিজেও অত্যন্ত সাবধানতার সঙ্গে গোটা রিহ্যাব প্রক্রিয়া চালাচ্ছেন। কারণ, আইপিএলের পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে মুম্বই ইন্ডিয়ান্স বুমরার অভাব মারাত্মকভাবে অনুভব করছে। বিশেষ করে চলতি মরশুমে দেশজুড়ে বিভিন্ন ধরনের পিচে খেলা হওয়ায় তাঁর বোলিং একটি বড় সুবিধা হতে পারত মুম্বইয়ের কাছে। আইপিএলের শুরুতে মুম্বই দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে স্বীকার করেছিলেন যে বুমরার অনুপস্থিতি দলের জন্য বড় চ্যালেঞ্জ।
বুমরার অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স ভারতীয় পেসার অশ্বিনী কুমার এবং সত্যনারায়ণ রাজুকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই পায়নি তারকা পেসারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও না থাকার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার এবং মিচেল স্যান্টনারের অভিজ্ঞতার ওপর ভরসা রাখতে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে। অশ্বিনী কুমার এবং বাঁহাতি চায়নাম্যান স্পিনার ভিগনেশ পুত্থুরের ওপর ভরসা রাখছে মুম্বই। এখনও পর্যন্ত তিনটি ম্যাচে একটি জয় ও দুটি হার নিয়ে আইপিএলে নিজেদের অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হোম ম্যাচে সহজ জয়ের পর তারা জয় ধরে রাখতে মরিয়া।
