আজকাল ওয়েবডেস্ক: শচীন তেণ্ডুলকরের ১০ নম্বর জার্সি পরে নেমেছিলেন শার্দূল ঠাকুর। সমর্থকরা ভাল ভাবে নেননি তা। প্রবল ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল মুম্বইয়ের অলরাউন্ডারকে। 

প্রায় একই পরিস্থিতির সম্মুখীন হতে হল ভারত এ দলের পেসার মুকেশ কুমারকে। বিরাট কোহলির ১৮ নম্বর জার্সি পরে গা ঘামানোর ম্যাচে খেলতে নেমেছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। তার পরই সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। 

 

?ref_src=twsrc%5Etfw">May 31, 2025

সদ্য টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি। সেই ১৮ নম্বর জার্সি পিঠে উঠেছে মুকেশের। কেউ লিখলেন, বিরাটের পরে সরকারিভাবে ভারতের ১৮ নম্বর জার্সির মালিক লর্ড মুকেশ কুমার। আরেকজন লিখলেন, দ্বিধাদ্বন্দ্ব ব্যাপারটাই যে মুকেশ কুমারের অভিধানে নেই। 

 

?ref_src=twsrc%5Etfw">June 1, 2025

শচীনের প্রতি সম্মান দেখিয়ে তাঁর জার্সি তুলে রেখেছে বোর্ড। কোহলির ক্ষেত্রেও তেমনই সিদ্ধান্ত নিতে পারত বোর্ড। কিন্তু হল না কেন, তা নিয়ে তীব্র সমালোচনার মুখে বিসিসিআই।  এক ভক্ত তো লিখেই ফেললেন, ''ভারতীয় ক্রিকেটকে উজাড় করে দিয়েছে বিরাট। ন্যূনতম যেটা দিতে পারত, তা হল শ্রদ্ধা। বিরাট কোহলি নম্বরটাকে আইকনিক করে ফেলেছিল। সেই জার্সির নম্বর অন্য কাউকে দেওয়ার অর্থ বোর্ডকে নিয়েও প্রশ্ন করা। একইসঙ্গে মুকেশের প্রতিও ঘৃণার সঞ্চার হওয়া।''