আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে টেনিস কোর্টে নজর কাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বন্ধুদের সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন ইউএস ওপেনের মহারণে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বসে ধোনি উপভোগ করেন নোভাক জোকোভিচ ও টেলর ফ্রিটজের পুরুষ একক কোয়ার্টার ফাইনাল লড়াই। স্টেডিয়ামে জোকোভিচ যখন দর্শকদের মুগ্ধ করছেন তাঁর দুর্দান্ত টেনিসে, তখন স্পটলাইট কেড়ে নিলেন ধোনি। তাঁর পরনে ছিল ওভারসাইজড ডেনিম শার্ট, নীল জিন্স। শেভ করে ধোনিকে দেখা যায় এক নতুন রূপে। তাঁর সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী হিতেশ সাঙভি।
সোশ্যাল মিডিয়ায় হিতেশ শেয়ারও করেন ধোনির স্টেডিয়াম থেকে টেনিস উপভোগ করার ভিডিও। ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, ৩৮ বছর বয়সী সার্বিয়ান কিংবদন্তি জোকোভিচ ফের প্রমাণ করে দেন ‘বয়স শুধুই একটা সংখ্যা’। চার সেটে ২৭ বছরের ফ্রিট্জকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তিনি। সেখানে অপেক্ষা করছেন বিশ্বের দু’নম্বর কার্লোস আলকারাজ। উল্লেখযোগ্যভাবে, ধোনি বরাবরই বড় টেনিসের আসরে উপস্থিত থাকতে ভালোবাসেন। উইম্বলডন থেকে ইউএস ওপেনে গত কয়েক বছর ধরেই তাঁর রুটিনের অঙ্গ।
আরও পড়ুন: বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকতে, ইংল্যান্ডে খেলার পরামর্শ ভারতের প্রাক্তনীর
ক্রিকেটের বাইরেও যুক্তরাষ্ট্রে গল্ফ খেলা এবং বন্ধুদের সঙ্গে অবসর উপভোগ করতে দেখা যায় তাঁকে। কয়েক বছর আগে ধোনিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেলতেও দেখা গিয়েছিল, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ধোনি জীবনধারার এক নতুন দিশা দেখাচ্ছেন ভক্তদের। পরিবারের সঙ্গে সময় কাটানো, বাইক ও গাড়ির সংগ্রহে মন দেওয়া, ফার্মহাউসে ব্যস্ত থাকা, সবই চলছে তাল মিলিয়ে। তবে ক্রিকেটকে তিনি ছাড়েননি একেবারেই। শেষ আইপিএলেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেন ৪৪ বছরের ধোনি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটে ছিটকে যাওয়ায় ফের দলের হাল ধরেন ‘ক্যাপ্টেন কুল’।
