আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মাকে পিছনে ফেলে এমএস ধোনির পছন্দের তালিকায় এগিয়ে জসপ্রীত বুমরা। এই ভারতীয় পেস বোলারকেই নিজের পছন্দের ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আইপিএলের পর বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি। ভারত যখন শ্রীলঙ্কা সফরে তখন একটি সাক্ষাৎকারে ধোনিকে তাঁর বর্তমান প্রিয় ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন করা হয়। এমএস বর্তমান ভারতীয় ক্রিকেট আইকন রোহিত শর্মা বা বিরাট কোহলি কারোরই নাম নেননি।
তিনি বেছে নেন ভারতের তারকা বোলরা বুমরাকে। এরপরই ধোনিকে প্রশ্ন করা হয় বুমরা না থাকলে টিম ইন্ডিয়ায় কি বিশ্বমানের বোলারের অভাব? একটুও না ভেবে ধোনি বলেন ‘একেবারেই না’। প্রাক্তন চেন্নাই সুপার কিংস অধিনায়ক বলেন, ‘বর্তমান ফেভারিট বুমরা থাকায় বোলার বাছাই করা সহজ। ব্যাটার বাছাই করা কঠিন কারণ আমাদের ব্যাটাররা সকলেই উচ্চ মানের। ব্যাটারদের মধ্যে একজনকে বাছাই করা কঠিন কারণ আমি একজনকে ব্যাটিং করতে দেখছি যে দুর্দান্ত খেলছে। তারপর আমি অন্য কাউকে দেখি সেও দুর্দান্ত খেলছে। আমার আশা ব্যাটাররা সকলেই টানা রান করতে থাকবে। তাই আমি আমার পছন্দের বোলার বেছে নিয়েছি’।
তিনি বেছে নেন ভারতের তারকা বোলরা বুমরাকে। এরপরই ধোনিকে প্রশ্ন করা হয় বুমরা না থাকলে টিম ইন্ডিয়ায় কি বিশ্বমানের বোলারের অভাব? একটুও না ভেবে ধোনি বলেন ‘একেবারেই না’। প্রাক্তন চেন্নাই সুপার কিংস অধিনায়ক বলেন, ‘বর্তমান ফেভারিট বুমরা থাকায় বোলার বাছাই করা সহজ। ব্যাটার বাছাই করা কঠিন কারণ আমাদের ব্যাটাররা সকলেই উচ্চ মানের। ব্যাটারদের মধ্যে একজনকে বাছাই করা কঠিন কারণ আমি একজনকে ব্যাটিং করতে দেখছি যে দুর্দান্ত খেলছে। তারপর আমি অন্য কাউকে দেখি সেও দুর্দান্ত খেলছে। আমার আশা ব্যাটাররা সকলেই টানা রান করতে থাকবে। তাই আমি আমার পছন্দের বোলার বেছে নিয়েছি’।
