আজকাল ওয়েবডেস্ক: আট দিন পর শুরু হচ্ছে আইপিএল। ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচে ব্ল্যাক আউট দিয়ে বন্ধ হয়েছিল কোটিপতি লিগ। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে আবার শুরু হচ্ছে আইপিএল। তবে বদলে গিয়েছে ভেন্যু। একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে কলকাতা। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানালেন, আবার এত দ্রুত আইপিএল শুরু করা চ্যালেঞ্জিং ছিল। জুনে সব দল বিভিন্ন সিরিজে ব্যস্ত হয়ে যাবে। তারওপর এবার বর্ষা আগে প্রবেশ করছে। সবমিলিয়ে যথেষ্ঠ সমস্যায় পড়তে হয় তাঁদের। ধুমাল বলেন, 'আইপিএল স্থগিত করার সময় অনিশ্চয়তা ছিল। কবে শুরু করতে পারব জানতাম না। প্লেয়াররা ফিরে গিয়েছিল। তবে আমরা সবার সঙ্গে বসে প্ল্যান বি বানাই। এবার বর্ষা আগে ভারতে ঢুকছে, এই বিষয়টাও মাথায় রাখতে হয়েছিল। আমরা চাইনি কোনও ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাক। সেই কারণেই ভেন্যু বদলে ফেলা হয়। ১৭ বছর ধরে বিসিসিআই সাফল্যের সঙ্গে আইপিএল চালাচ্ছে। কোভিডের সময়ও আমরা পেরিয়ে এসেছি। এটা একটা বাধা ছিল মাত্র।'

আইপিএলের চেয়ারম্যান মনে করছেন, বিরতির পর শুরু হলেও টুর্নামেন্টের জৌলুস কমবে না। বেশ কয়েকজন প্লেয়ার ফিরতে না পারলেও, আইপিএল নিয়ে মানুষের আগ্রহে ভাটা পড়বে না। অরুণ ধুমাল বলেন, 'আমরা জানি প্লেয়ারদের অন্য দায়বদ্ধতা থাকে। একসপ্তাহ দেরী হওয়ায় একটা চ্যালেঞ্জ ছিলই। তবে বেশিরভাগ প্লেয়ার ফিরে এসেছে। আমি নিশ্চিত, লিগের মান একই থাকবে। অংশগ্রহণ করার কোনও চাপ নেই। সবার সঙ্গে বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিদের ভাল সম্পর্ক। চাপ দিয়ে খেলতে বাধ্য করলে ভাল ক্রিকেট পাওয়া যাবে না।' একমাত্র দক্ষিণ আফ্রিকা বোর্ড ছাড়া বাকিরা প্লেয়ারদের ছেড়ে দিয়েছে।