আজকাল ওয়েবডেস্ক:‌ ইতিমধ্যেই একাধিক আইএসএল দল জানিয়ে দিয়েছে তারা ডুরান্ড খেলবে না। সেই তালিকায় নব সংযোজন মোহনবাগান সুপার জায়ান্টস। সূত্রের খবর, ২০২৩ এর চ্যাম্পিয়ন ও ২০২৪ এর রানার্সরা ডুরান্ড খেলতে ইচ্ছুক নন। কিন্তু কেন?‌


কারণ ঘাঁটলে দেখা যাচ্ছে, আইএসএল এর ভবিষ্যৎ এই মুহূর্তে বিশ বাঁও জলে। ভারতীয় ফুটবলের রোডম্যাপ কি হতে চলেছে, সেই নিয়ে পাওয়া যাচ্ছে না ঠিকঠাক ধারণা। তাছাড়া আরও একটি বিষয় রয়েছে। ডুরান্ড কমিটি মাঠ অধিগ্রহণ করলে সিনিয়র দলের প্র‍্যাকটিস কোথায় হবে সেই নিয়েও চিন্তিত মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। আর এই সব কারণেই সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট দোলাচলে যে এবার ডুরান্ড খেলবে কিনা। জানা গেছে, এখনও ডুরান্ডে অংশগ্রহণের চুক্তিপত্রে সই করেনি তারা। 


ডুরান্ড না খেলা নিয়ে রয়েছে আরও একটি বিষয়। গত দু’‌বছর ক্লাব সভ্য, সমর্থকদের টিকিট নিয়ে যে হয়রানির শিকার হতে হয়েছে সেটাও মাথায় রয়েছে ম্যানেজমেন্টের। তবে এবার বাগান জনতার নয়নের মণি সৃঞ্জয় বোস সচিব হয়ে এসেছেন। যিনি এতদিন টিকিট বন্টনে স্বচ্ছতার কথা বলে এসেছেন। তিনি আছেন বলেই আশা। পাশা ঘোরালে তিনিই হয়ত ঘোরাবেন। তাই বাগানের ডুরান্ড খেলা অনিশ্চিত। খেলবে না এমন নয়।