আজকাল ওয়েবডেস্ক: সুপার কাপের গ্রুপ পর্বেই ডার্বি। বৃহস্পতিবার গ্রুপ বিন্যাস হয়ে গেল। একই গ্রুপে মোহনবাগান, ইস্টবেঙ্গল। গ্রুপ এ-তে রয়েছে দুই প্রধান। একই গ্রুপে ইস্ট-মোহন ছাড়া রয়েছে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর। অর্থাৎ, সুপার কাপের গ্রুপ পর্বেই ডার্বি। ২৫, ২৮ এবং ৩১ অক্টোবর মোহনবাগানের তিনটে ম্যাচ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ৩১ অক্টোবর সুপার কাপের ডার্বি হতে পারে। ১৬টি দলকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে চারটে করে দল আছে। গ্রুপ বিতে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর, নর্থ ইস্ট ইউনাইটেড এবং ইন্টার কাশি। গ্রুপ সিতে আছে বেঙ্গালুরু, মহমেডান স্পোর্টিং, পাঞ্জাব এবং গোকুলাম কেরল। গ্রুপ ডিতে রয়েছে মুম্বই সিটি, কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এবং রাজস্থান। গোয়ায় হবে সুপার কাপ। মারগাঁওয়ের ফাতোর্দা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল। ডার্বি হবে ফাতোর্দাতেই। এছাড়াও বাম্বোলিম বা তিলক ময়দানের মধ্যে একটি স্টেডিয়ামে বাকি খেলাগুলো হবে। 

চলতি মরশুমে দু'বার মুখোমুখি হয়েছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। একবার কলকাতা লিগে, দ্বিতীয়বার ডুরান্ড কাপে। দু'বারই জিতেছে ইস্টবেঙ্গল। সুপার কাপে তার বদলে নিতে মরিয়া থাকবেন হোসে মোলিনা। ২৫ অক্টোবর প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ চেন্নাইন এফসি‌‌। ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটা। ২৮ অক্টোবর রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ সবুজ মেরুনের। খেলা সাড়ে সাতটায়। ৩১ অক্টোবর ডার্বি। ম্যাচ সন্ধে সাড়ে সাতটায়। ২৫ অক্টোবর নামবে ইস্টবেঙ্গলও। প্রথম ম্যাচে রিয়াল কাশ্মীরের মুখোমুখি লাল হলুদ। ম্যাচ বিকেল পাঁচটায়। ২৮ অক্টোবর দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাইন। খেলা শুরু বিকেল পাঁচটা। ৩১ অক্টোবর মোহনবাগানের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। 

প্রসঙ্গত, সুপার কাপে বিদেশির সংখ্যা কমানো নিয়ে এআইএফএফকে চিঠি দেয় মোহনবাগান। ২৫ অক্টোবর শুরু হবে সুপার কাপ। প্রথম দিনই নামবে মোহনবাগান। নিজেদের দেখানো পথ থেকেই সরে এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বছর তিনেক আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, ভারতীয় ফুটবলারদের তুলে আনতে দেশের সেরা লিগগুলোতে বিদেশির সংখ্যা কমানো উচিত। সেই অনুযায়ী আইএসএলে ছয় বিদেশি নথিভুক্ত করানো হলেও, প্রথম একাদশে চারজনকে খেলানো যায়। তার পরপরই কলকাতা লিগ বিদেশহীন করা হয়েছে। একমাত্র এএফসির টুর্নামেন্টে ছ'জন বিদেশি খেলানো যায়। এবার এই নিয়ম থেকে নিজেই সরে এল ফেডারেশন। জানিয়ে দেওয়া হয়েছে, সুপার কাপে ছ'জন বিদেশি খেলানো যাবে। তার প্রতিবাদেই ফেডারেশনকে চিঠি দেয় মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া চিঠি দিয়ে আসন্ন সুপার কাপে বিদেশির সংখ্যা কমানো আবেদন করেন। দাবি, ভারতীয় ফুটবলারদের স্বার্থে আইএসএলের মতো চারজন বিদেশি খেলানোর নিয়ম রাখা উচিত।