আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে দারুণ প্রত্যাবর্তন ভারতীয় বোলারদের। ছয় উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ইনিংস ৪০৭ রানে শেষ করে দেন মহম্মদ সিরাজ। জেমি স্মিথ এবং হ্যারি ব্রুকের অনবদ্য লড়াই সত্ত্বেও তৃতীয় দিনের শেষে, ২৪৪ রানে এগিয়ে ভারত। হাতে ৯ উইকেট। বড় রানে লিড নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। এজবাস্টনে কোনও টেস্ট জেতেনি ভারত। সাতটি হেরেছে, একটি ড্র হয়েছে। এবার সেই মিথ ভাঙার হাতছানি। আর লিডসের ভুল করেননি শুভমন গিলরা। টেস্টের অধিকাংশ সময় আধিপত্য বিস্তার করেও, ইংল্যান্ডকে ম্যাচে ফেরার সুযোগ দেয়। কিন্তু এদিন ফিল্ডিংয়ে কোনও গাফিলতি নেই। ইংল্যান্ডের টেল এন্ডারদের দাঁড়াতে দেয়নি। ব্রুক আউট হওয়ার পর দ্রুত ইংল্যান্ডের বাকি চার উইকেট পড়ে যায়। তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ৬৪। ২৮ রানে অপরাজিত রাহুল, ৭ রানে ব্যাট করছেন করুণ নায়ার। 

ইংল্যান্ডকে ৪০৭ রানে আউট করার পর মেঘাচ্ছন্ন আকাশে ১৩ ওভারে মাত্র ১ উইকেট হারায় ভারত। শুরুটা ভাল করেন যশস্বী। কিন্তু ২৮ রানে টাংয়ের বলে এলবিডব্লু হন। বাকি সময়টা ইংল্যান্ডের জোরে বোলারদের চ্যালেঞ্জের মুখে সফল রাহুল ও নায়ার। সিরাজ এবং আকাশ দীপের বোলিংয়ে শেষ ইংল্যান্ডের ইনিংস। প্রথমজন নেন ৬ উইকেট। বাংলার পেসারের সংগ্রহ ৪। হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের ৩০৩ রানের পার্টনারশিপ ভাঙেন আকাশ দীপ। ১৫৮ রানে বোল্ড হন ব্রুক। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ২০ রানে শেষ ৪ উইকেট হারায় ইংল্যান্ড। শূন্যতে আউট হয় ইংল্যান্ডের শেষ তিন ব্যাটার।‌ একদিক আঁকড়ে পড়ে থাকেন স্মিথ। কিন্তু অন্য প্রান্তে পার্টনারের অভাবে দ্বিশতরান থেকে বঞ্চিত হন। ২০৭ বলে ১৮৪ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার।