আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিশাল উন্নতি মহম্মদ সিরাজের। ওভাল টেস্টে ম্যাচ জেতানো ইনিংসের পুরস্কার পেলেন হায়দরাবাদের পেসার। কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং পঞ্চম টেস্টের নায়কের। বুধবার টেস্ট ক্রমতালিকা প্রকাশিত করেছে আইসিসি। তাতে বোলারদের তালিকায় ১৫ নম্বরে রয়েছেন সিরাজ। ওভালে ৯ উইকেট তাঁকে ১২ ধাপ এগিয়ে দেয়। দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট। রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। ভারতের দরকার ছিল ৪ উইকেট। তারমধ্যে তিন উইকেট তুলে নেন সিরাজ। ম্যাচের সেরাও হন তিনি। 

এতদিন পর্যন্ত তাঁর সেরা ব়্যাঙ্কিং ছিল ১৬। গত বছর জানুয়ারিতে এই জায়গায় পৌঁছন সিরাজ। বোলারদের ব়্যাঙ্কিংয়ে একনম্বরে যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচের মধ্যে তিন টেস্ট খেললেও ৮৮৯ পয়েন্ট নিয়ে একনম্বরে তারকা পেসার। ব়্যাঙ্কিংয়ে উঠে আসেন প্রসিদ্ধ কৃষ্ণও। ৫৯ নম্বরে উঠে আসেন। টেস্টের দুই ইনিংসে দ্বিতীয় ভারতীয় জুটি হিসেবে চার বা তার বেশি উইকেট নেন। এর আগে এই রেকর্ড ছিল বিষণ সিং বেদি এবং এরাপল্লি প্রসন্নর। ১৯৬৯ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির গড়েন। এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন এই জুটি। 

টেস্ট ব়্যাঙ্কিংয়ে এগোলেন যশস্বী জয়েসওয়াল। ওভালে শতরানের পর প্রথম পাঁচে প্রবেশ করলেন। তিন ধাপ এগিয়ে এলেন বাঁ হাতি ওপেনার। তাঁর পয়েন্ট ৭৯২। প্রথম দশে যশস্বী ছাড়া একমাত্র ভারতীয় ব্যাটার‌ ঋষভ পন্থ। পায়ের চোটের জন্য শেষ টেস্ট খেলতে না পারায় একধাপ নেমে আট নম্বরে পন্থ। একনম্বর স্থান নিজের দখলে রাখেন জো রুট। ভারত-ইংল্যান্ড সিরিজে নিজের তৃতীয় শতরান করে শীর্ষস্থানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ওভালে শতরানের জন্য দ্বিতীয় স্থানে হ্যারি ব্রুক। বোলিং বিভাগে এগোলেন গাস‌ অ্যাটকিনসন এবং জস টাং। প্রথমবার প্রথম দশে ঢুকে পড়লেন অ্যাটকিনসন। ১৪ ধাপ ওপরে উঠে ৪৬ নম্বরে টাং। দু'জনেরই কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। 

সম্প্রতি ভারতীয় ক্রিকেটে একটা কথার চল শুরু হয়েছে, 'ওয়ার্কলোড।' কপিল দেব, জাভাজাল শ্রীনাথদের সময় এই শব্দ শোনাই যায়নি। চুটিয়ে টেস্ট, একদিনের ক্রিকেটে খেলেন পেসাররা। তখন একাধিক দল ছিল না। একটা ভারতীয় দলই লাল বলের ক্রিকেট এবং সাদা বলের ক্রিকেট খেলত। কিন্তু বর্তমানে বিভিন্ন দল তৈরি হয়েছে। প্লেয়াররা অনেক বিশ্রাম পায়। কিন্তু তাসত্ত্বেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই খাড়া করা হয়। বুমরার পাশাপাশি মহম্মদ সিরাজের ওয়ার্কলোড নিয়েও প্রশ্ন উঠছে। তবে সিরিজের প্রত্যেকটা টেস্টে খেলেছেন হায়দরাবাদের পেসার। মোট ১৮৫.৩ ওভার বল করেন সিরাজ। ২৩ উইকেট নেন। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ভারতীয় বোলার। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে তার ফল মেলে।