আজকাল ওয়েবডেস্ক:‌ গোড়ালির আঘাত ভুগিয়েই চলেছে মহম্মদ সামিকে। গত বছর নভেম্বরে বিশ্বকাপের পর থেকেই তিনি মাঠের বাইরে। পাক্কা একবছর হয়ে গেল। সামি এখনও চোট সারিয়ে মাঠে ফিরতে পারেননি। সুযোগ পাননি বর্ডার–গাভাসকার ট্রফিতেও।


আগে শোনা গিয়েছিল, বাংলার হয়ে অন্তত দুটি রনজি ম্যাচ খেলে তিনি ফিটনেস প্রমাণ করবেন। কিন্তু কর্নাটক ও মধ্যপ্রদেশ কোনও ম্যাচের স্কোয়াডেই বাংলা সামিকে রাখেনি। এদিকে, সামি গত মাসে জানিয়েছিলেন, তিনি বোলিং শুরু করেছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, গোড়ালির চোট ছাড়াও অন্য চোট রয়েছে সামির।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামির পেশিতেও চোট রয়েছে। তার জন্যই কর্নাটক ও মধ্যপ্রদেশ ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। এর অর্থ সামির এবারের বর্ডার–গাভাসকার ট্রফিতে খেলার সম্ভাবনাও শেষ। 


প্রসঙ্গত, গত বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সামি। সেরা বোলিং ছিল ৭/‌৫৭। তিন উইকেট পেয়েছিলেন তিন ম্যাচে। কিন্তু পরে জানা যায়, ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে তিনি বিশ্বকাপ খেলেছিলেন। তারপর গোড়ালিতে সামির অস্ত্রোপচার হয়। রিহ্যাব চলেছে দীর্ঘদিন। কিন্তু সুস্থ হতে পারেননি সামি। এখন যা পরিস্থিতি, তাতে বর্ডার–গাভাসকার ট্রফিতে এবার সামির খেলা হচ্ছে না।