আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষায় ছিল ইডেন গার্ডেন্স। নন্দনকাননের আশায় জল ঢেলে দিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। অপেক্ষা বেড়েছিল। চেন্নাইতেও একই দৃশ্য। ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি বঙ্গ পেসারের। প্রতীক্ষা আরও দীর্ঘায়িতই হয়। 

অবশেষে সব প্রতীক্ষার অবসান। দেশের রঙিন জার্সিতে প্রত্যাবর্তন ঘটছে মহম্মদ সামির। তিনি বোলিং করার জন্য তৈরি হচ্ছেন। মুখ চোখে আপাত গম্ভীর্য। নাকি টেনশন! সামি প্রথম একাদশে ফেরায় স্বস্তি ভারতীয় শিবিরে। স্বস্তি দেশের। 

ইডেন, চেন্নাইয়ের পরে রাজকোটেও টস জিতলেন সূর্যকুমার যাদব। তাঁকে ঘরোয়া ক্রিকেটে বলা হয় স্কাই। আকাশবাণী শুনল দেশ। তিনি বললেন, ''অর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে। সামি ইজ ব্যাক।''

সামির হাতে নতুন বল। ক্রিকেটপাগলদের দৃষ্টি সেই দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৬ দিন পরে ফিরলেন এই তারকা বোলার। তাঁর দ্বিতীয় বলেই ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট চার মারেন। প্রথম ওভারে বঙ্গ পেসার দিলেন ৬ রান। 

প্রথম দুটো টি-টোয়েন্টিতে সামিকে প্রথম একাদশে রাখা হল না কেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এক বোর্ড কর্তা বলেছিলেন, টি-টোয়েন্টিতে সামিকে খুব একটা দরকার পড়বে না। কিন্তু তাঁকে ভুল প্রমাণিত করে তৃতীয় টি-টোয়েন্টির দলে সামিকে রাখা হল। প্রথম ওভারে ৬ রান দিলেন সামি। বাকি তিন ওভার তিনি কী করেন, সেদিকেই নজর থাকবে গোটা দেশের, তা বলে দেওয়াই যায়।