আজকাল ওয়েবডেস্ক: লিডসে জেতা ম্যাচ হারতে হয়েছে। তার জন্য দায়ী বোলারদের ব্যর্থতা। এমনটাই মনে করেন মহম্মদ সামি।
সামির কথায়, তাঁর অনুপস্থিতিতে যে সব পেসারকে সুযোগ দেওয়া হয়েছে তাঁরা কেউই বুমরাকে যোগ্য সঙ্গ দিতে পারছেন না। মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণার ভূমিকায় রীতিমতো বিরক্ত সামি। বিরক্ত যশস্বী জয়েসওয়ালের ফিল্ডিং দেখেও। এক সাক্ষাৎকারে সামি বলেছেন, ‘অন্য বোলারদের বুমরার কাছ থেকে শিখতে হবে। একসঙ্গে বসে পরিকল্পনা করতে হবে। বাকিরা বুমরাকে সাহায্য করতে পারলে সহজেই ম্যাচটা জেতা যেত।’
তাঁর আরও সংযোজন, ‘দ্বিতীয় ইনিংসে শার্দূল ও প্রসিধ দুটো করে উইকেট নিয়েছে বটে, কিন্তু তার আগেই ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। আমাদের নতুন বলে উইকেট নিতেই হবে। আর সেই কাজটা বুমরা ছাড়া আর কেউ করতে পারছে না। একা বুমরার উপর ভরসা করলে হবে না। ও একা কত করবে?’ হেডিংলি টেস্টে যেভাবে জয়েসওয়াল একের পর এক ক্যাচ ছেড়েছেন, সেটারও সমালোচনা করেছেন সামি। তাঁর কথায়, ‘এই পর্যায়ে এত ক্যাচ ছাড়লে কিছু হয় না। আমাদের বোলিং ও ফিল্ডিং নিয়ে ভাবতে হবে। বুমরাকে সাহায্য করতে হবে।’
প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজের দলে সুযোগ পাননি সামি। তাঁর ফিটনেস দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। বোর্ডের মনে হয়েছে, পাঁচ দিনের ম্যাচের ধকল নিতে পারবেন না তারকা পেসার।
