আজকাল ওয়েবডেস্ক:‌ মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী। হাসিন জাহানের বেডরুম ভিডিও ভাইরাল। 


প্রসঙ্গত, ২০১৮ সালে হাসিন জাহান স্বামী মহম্মদ সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং ও গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন। যদিও আদালতে কিছুই প্রমাণ হয়নি। এরপর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন হাসিন। এখন দু’‌জন আলাদা থাকেন। 


সম্প্রতি হাসিন জাহানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওয় হাসিন জাহানকে বেডরুমে রিলস বানাতে দেখা গেছে। ওই ভিডিওয় দেখা গেছে, হাসিন জাহান একটি সাদা রংয়ের ঘরোয়া পোশাকে নাচ করছেন। চলছে ঐশ্বর্য রাইয়ের বিখ্যাত নাচের সেই গান ‘‌কজরা রে কজরা রে’‌। সেই গানের সঙ্গে নাচতে নাচতে রিলস বানাতে দেখা গেছে হাসিনকে। রিলস বানাতে বানাতে কখনও হাসিনকে চেয়ারের উপর বসতে দেখা গেছে। তো কখনও সোফার উপর এলিয়ে পড়তে দেখা গেছে। তো কখনও বিছানায় শুয়ে পড়তে দেখা গেছে। ভিডিওটি হাসিন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আর তারপরই ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি।


এক নেটিজেন তো বলেই দিয়েছেন, ‘‌স্ত্রীকে ডিভোর্স দিয়ে ভালই করেছেন সামি।’‌ আর এক জন লিখেছেন, ‘‌মহম্মদ সামি জীবনে সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। লাভ ইউ সামি ভাই।’‌ আর এক জন লিখেছেন, ‘‌সামি ভাইয়ের সিদ্ধান্ত একেবারে সঠিক।’‌ আর এক জনের কথায়, ‘‌এরকম কাণ্ডকারখানার জন্যই হাসিনকে ডিভোর্স দিয়েছেন সামি ভাই।’‌ আর এক জন তো বলেই ফেলেছেন, ‘‌এ কেমন মহিলা। মহম্মদ সামি ওনাকে বিয়ে করে মস্ত ভুল করেছিলেন।’‌ 


প্রসঙ্গত, ২০১৪ সালে হাসিন জাহানকে বিয়ে করেন মহম্মদ সামি। ২০১৮ সাল থেকে যত সমস্যার সূত্রপাত। এরপর হয় ডিভোর্স। বিচ্ছেদ হলেও মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা হাসিনকে খোরপোশ দেন সামি।