আজকাল ওয়েবডেস্ক: আচমকাই টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সি এই বাঁহাতি বোলার জানিয়েছেন, আগামী কয়েক বছরে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। স্টার্ক শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে (মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত)। কিন্তু সেই টুর্নামেন্ট খুব একটা ভাল যায়নি অস্ট্রেলিয়া এবং স্টার্কের জন্য। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর শুরু হতে এখনও ছ’মাস বাকি। ঠিক তার আগেই স্টার্ক ক্রিকেটের এই ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন। স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৭.৭৪। টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি, অ্যাডাম জাম্পার পরেই।
পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি; শুধুমাত্র ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি মিস করেছিলেন চোটের কারণে। ২০২১ দুবাই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সময় ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। অবসরের পর স্টার্ক জানান, ‘টেস্ট ক্রিকেটই সবসময় আমার কাছে প্রথম অগ্রাধিকার। দেশের হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দারুণ লেগেছে। বিশেষ করে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সামনেই ভারত সফর রয়েছে। অ্যাশেজ ও ২০২৭ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে আমি চাই সতেজ ও সেরা ফর্মে থাকতে। এই সিদ্ধান্ত দলের বাকি পেস বিভাগকেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সুযোগ দেবে।’ আগামী কয়েক মাসে অস্ট্রেলিয়ার সূচি অত্যন্ত ব্যস্ত।
আরও পড়ুন: 'ভারতের জন্য ভাল হল কিন্তু ইরান খুশি নয় রেজাল্টে', বাদশাহি মন্তব্য মজিদের
২০২৬ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত সফরের পর অ্যাশেজ এবং ওডিআই বিশ্বকাপ অপেক্ষা করছে তাদের জন্য। চেয়ারম্যান অফ সিলেক্টরস জর্জ বেইলি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটে স্টার্কের অবদান অনন্য। ২০২১ বিশ্বকাপজয়ী দলের অবিচ্ছেদ্য সদস্য ছিলেন তিনি। খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা ছিল তার বিশেষত্ব। তিনি টেস্ট ও ওডিআইতে যতদিন খেলবেন, আমরা সেটিই উদযাপন করব।’ স্টার্কের অবসরের দিনই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অক্টোবরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হয়েছে। ক্যামেরন গ্রিনকে শেফিল্ড শিল্ডে খেলার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে, নাথান এলিস পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানাতে সরে দাঁড়িয়েছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যাট শর্ট ও মিচেল ওয়েন। এছাড়া অলরাউন্ডার মার্কাস স্টোইনিসও ফিরেছেন নির্বাচকদের সঙ্গে আলোচনা শেষে।
