আজকাল ওয়েবডেস্ক: পুনেতে ভারতের দ্বিতীয় ইনিংসেও ঘাতক মিচেল স্যান্টনার। চায়ের বিরতির আগে ৫ উইকেট তুলে নেন কিউয়ি স্পিনার। ৭ উইকেট হারিয়ে ভারতের রান ১৭৮। মধ্যাহ্নভোজের আগে একমাত্র রোহিত শর্মা আউট হন। দ্বিতীয় সেশনে স্যান্টনার ফেরান শুভমন গিল, যশস্বী জয়েসওয়াল, বিরাট কোহলি, সরফরাজ খানকে। ঋষভ পন্থের রান আউটের পেছনেও তাঁরই অবদান। পুনে টেস্টে মোট ১২ উইকেট কিউয়ি স্পিনারের ঝুলিতে। টেস্টে দুই ইনিংস মিলিয়ে এই প্রথম দশ উইকেট নিলেন স্যান্টনার। ৭ উইকেট হারিয়ে সমস্যায় ভারত। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। এর আগে বহু ম্যাচ বাঁচিয়েছে এই জুটি। কিন্তু পুনেতে এখনও এত রান তাড়া করে জেতা প্রায় অসম্ভব। হাতে মাত্র ৩ উইকেট।
জয়ের জন্য ৩৫৯ রান করতে নেমে শুরুটা ভাল করে ভারত। রোহিত শর্মা (৮) আবার ব্যর্থ হলেও, যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিলের আগ্রাসী ক্রিকেট আশা জাগায়। বিশেষ করে বাঁ হাতি ওপেনারের আক্রমনাত্মক ব্যাটিং। মধ্যাহ্নভোজের আগে দাপট ছিল ভারতের। ১ উইকেট হারিয়ে ৮১ রান ছিল। কিন্তু দ্বিতীয় সেশনে দিশা হারায় ভারতীয় ব্যাটাররা। একের পর এক উইকেট হারায়। দ্বিতীয় সেশন নিউজিল্যান্ডের। পরপর ছয় উইকেট হারার ভারত। একটা সময় ৯৬ রানে ১ উইকেট ছিল। সেখান থেকে ১৬৭ রানে ৭ উইকেট। মাত্র ৭১ রানে ৬ উইকেট হারায় ভারত।
স্যান্টনারের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। একমাত্র সফল যশস্বী। ৬৫ বলে ৭৭ রান করে আউট হন। ইনিংসে ছিল ৩টি ছয়, ৯টি চার। কিছুটা চেষ্টা করেন শুভমন গিল। ভাল ব্যাট করছিলেন। কিন্তু ৩১ বলে ২৩ রান করে ফেরেন। যশস্বী-গিল ব্যাট করার সময় মনে হয়েছিল লড়াই করবে ভারত। কিন্তু দু'জন প্যাভিলিয়নে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। খাতাই খুলতে পারেননি ঋষভ পন্থ। শূন্যতে রান আউট হন। আবার স্যান্টনারের বলে আউট বিরাট কোহলি। ১৭ রানে ফেরেন। বলের পর ব্যাট হাতেও ভরসা দিচ্ছিলেন ওয়াশিংটন। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ২১ রানে আউট ভারতীয় অলরাউন্ডার। বেঙ্গালুরুতে ১৫০ রান করা সরফরাজও (৯) ব্যর্থ। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। কিন্তু পুনেতে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতা। ২০১২ সালের পর সিরিজ হারের দোরগোড়ায় ভারত।
