আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক বেছে নিল নিউজিল্যান্ড। দুই ফরম্যাটেই কিউয়িদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। বুধবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। কেন উইলিয়ামসন নেতৃত্ব ছাড়ার ছয় মাস পর নতুন অধিনায়ক বেছে নেওয়া হল। ২৮ ডিসেম্বর থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। অধিনায়ক হিসেবে সেটাই হবে স্যান্টনারের প্রথম সিরিজ। টি-২০ বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়েন কেন উইলিয়ামসন। তারপর ইতিমধ্যেই সাদা বলের ক্রিকেটে ২৮টি ম্যাচে অন্তবর্তী অধিনায়কের ভূমিকা পালন করেন কিউয়ি স্পিনার। এবার পূর্ণাঙ্গ নেতা নির্বাচিত হলেন। 

নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া কিউয়ি অলরাউন্ডারের কাছে বিরাট সম্মানের। স্যান্টনার বলেন, 'ছোটবেলা থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলা স্বপ্ন ছিল। তবে ক্রিকেটের দুই ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়া সম্মানের। আমার কাছে এটা নতুন চ্যালেঞ্জ। আমি উত্তেজিত। সাদা বলের ক্রিকেটে ফোকাস করতে চাই।' স্যান্টনারকে একদিনের এবং টি-২০ অধিনায়ক নির্বাচিত করায়, টেস্টে ফোকাস করতে পারবেন টম লাথাম। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, 'অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর টেস্ট অধিনায়ক হিসেবে সফল টম লাথাম। আমরা চাই ও লাল বলের ক্রিকেটেই ফোকাস করুক।'

ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১০৭টি একদিনের ম্যাচ এবং ১০৬ টি-২০ খেলে ফেলেছেন স্যান্টনার। হ্যামিল্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৪২৩ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। সাত উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৭৬ এবং ৪৯ রান করে ম্যাচের সেরা হন কিউয়ি স্পিনার। তার পরের দিনই স্যান্টনারকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক নির্বাচিত করা হল।