আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলের প্রথম ভাগে নামতেই পারবেন না গতিদানব মায়াঙ্ক যাদব। টুর্নামেন্টের বল গড়ানোর আগেই বড় ধাক্কা খেয়েছে লখনউ সুপার জায়ান্টস। এবার আরও একটা ধাক্কা খেল ঋষভ পন্থের দল।
আসন্ন আইপিএলে বল করতে পারবেন না তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। সদ্য সমাপ্ত সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিঠের নিম্নাংশে চোট থাকার জন্য অস্ট্রেলিয়া স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। তবে একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী আইপিএল খেলার জন্য তাঁকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। কিন্তু একটা টুইস্ট রয়েছে। মার্শ কেবল ব্যাটার হিসেবে খেলবেন আইপিএলে। বল করার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। মার্শের চিকিৎসা যিনি করাচ্ছেন, তিনি অজি তারকাকে বল করার বিষয়ে সবুজ সঙ্কেত দেননি। ফিল্ডিং করার সময়েও অত্যধিক চাপ নিতে বারণ করেছেন। এর ফলে আইপিএলের আগে চাপ বাড়ল লখনউয়ের। মেগা নিলামে মার্শকে ৩.৪ কোটি টাকার বিনিময়ে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস।
লাম্বার স্ট্রেসের চোট থেকে পুরোদস্তুর এখনও সেরে ওঠেননি মায়াঙ্ক। সেন্টার অফ এক্সসেলেন্সে সদ্য বোলিং শুরু করেছেন তিনি। গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পর থেকে এখানেই রিহ্যাব প্রক্রিয়া চালাচ্ছেন মায়াঙ্ক। কবে মাঠে ফিরবেন, সেই দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে যে খবর বেরিয়ে আসছে, তাতে আইপিএলের প্রথমভাগে তাঁকে খেলতে দেখা যাবে না।
গতবারের আইপিএলে ২০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছিল এলএসজি। এবার ১১ কোটি টাকা দাম ওঠে মায়াঙ্কের। একদিকে মায়াঙ্কের চোট, অন্যদিকে মার্শকে নিয়ে আপডেট কিন্তু লখনউ শিবিরের চিন্তা বাড়াচ্ছে।
