আজকাল ওয়েবডেস্ক: সেমিফাইনালে চোট পেয়েছেন কিউয়ি পেসার ম্যাট হেনরি। ডানহাতি পেসার খেলতে পারবেন ফাইনাল?
দুবাইয়ে রবিবার ভারত–নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে চোট পান হেনরি। ফিল্ডিংয়ের সময় হেনরিক ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে বিপজ্জনক ভাবে পড়ে যান। ক্যাচটি ধরলেও চোট লাগে হেনরির। মাঠেই ছটফট করতে থাকেন। ফিজিও এসে চিকিৎসা করার সময়ও বেশ অস্বস্তিতে দেখাচ্ছিল তাঁকে। এক সময় মাঠ ছেড়ে বেরিয়েও যান। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ২৯ তম ওভারে এই ঘটনা ঘটে।
চোটের জন্য পুরো ওভার বলও করতে পারেননি ম্যাট হেনরি। ৭ ওভার বল করেন। ৪৩ রান দিয়ে পান দু’টি উইকেট।
ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, ‘ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।’
তবে হেনরি খেলতে না পারলে সুবিধা ভারতের। গত রবিবার দুবাইয়ে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সেরা বোলার ছিলেন হেনরিই। ৪২ রানে ভারতের পাঁচ ব্যাটারকে ফেরান তিনি। সেটাই তাঁর ক্রিকেটজীবনের সেরা বোলিং ফিগার। তাই হেনরি খেলতে না পারলে বড় সুবিধা পাবে ভারত।
