আজকাল ওয়েবডেস্ক: ১৯৯৬ সালের পর ফের আইসিসি টুর্নামেন্টের আসর বসতে চলেছে পাকিস্তানে। আর হাইব্রিড মডেলে ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে। উদ্বোধনী অনুষ্ঠান হবে পাকিস্তানে।
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে। টুর্নামেন্টের জন্য নতুন করে ঢেলে সাজানো হয়েছে স্টেডিয়ামগুলিকে। নতুন রূপ দেওয়ার পর চলতি ত্রিদেশীয় সিরিজের ম্যাচ হয়েছে লাহোরের গদ্দাফি ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। অর্থাৎ নতুন রূপে তৈরি হওয়া দুটি স্টেডিয়ামের উদ্বোধন হয়ে গেছে।
তার মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামের উদ্বোধন ছিল। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানেই দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা।
একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে, করাচি স্টেডিয়ামের নতুন রূপে উদ্বোধন অনুষ্ঠান দেখতে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে স্টেডিয়ামের ছাদে উঠে পড়েছেন অতি উৎসাহী কিছু ভক্ত। অনেককে স্টেডিয়ামের দেওয়াল ডিঙিয়ে উঠতে দেখা গেছে। সবচেয়ে বড় কথা যে অংশে ভিভিআইপি ব্যক্তিরা বসেছিলেন, সেই অংশেই এই ঘটনা ঘটে। বেশ কিছু পাক ক্রিকেট ভক্তকে স্টেডিয়ামের কিছু অংশে ভাঙচুর করতেও দেখা গেছে।
নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তানে খেলতে যাবে না বলে আগেই জানিয়েছে ভারত। তা নিয়ে দীর্ঘ টালবাহানা হয়েছিল। শেষ অবধি সিদ্ধান্ত হয় ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে। নিরাপত্তা ইস্যুটি যে অমূলক নয়, তা করাচির ঘটনাই প্রমাণ করে দিল।
