আজকাল ওয়েবডেস্ক:‌ আট রানে ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে আফগানিস্তান। এই নিয়ে আইসিসি ট্রফিতে দু’‌বার তারা হারাল ইংরেজদের। বুধবার লাহোরে খেলা শেষে ক্রিকেটাররা যখন পরস্পরকে আলিঙ্গনে ব্যস্ত, তখনই আফগান ভক্তরা দর্শকাসনে আনন্দে মত্ত। এক আফগান ভক্ত তো নিরাপত্তাবেষ্টনী টপকে একেবারে পিচের সামনে চলে আসেন আফগান ক্রিকেটারদের আলিঙ্গন করতে। এই ঘটনায় ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল পাকিস্তানে।


খেলা ছিল গদ্দাফি স্টেডিয়ামে। খেলা শেষে এই ঘটনায় ফের পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। নিরাপত্তারক্ষীরা ওই ভক্তকে সরিয়ে নিয়ে গেলেও প্রশ্ন উঠেছে, ক্রিকেটাররা পাকিস্তানে আদৌ নিরাপদ তো!‌ 


এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরকম ঘটনা আগেও ঘটেছে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে এক পাক ভক্ত মাঠে ঢুকে পড়েন। পিছন থেকে জড়িয়ে ধরতে যান কিউয়ি ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে ওই ভক্তকে সরিয়ে নিয়ে যান। ওই ভক্তকে গ্রেপ্তারের পাশাপাশি পাকিস্তানের সমস্ত মাঠে খেলা দেখায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে করাচির নবনির্মিত স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানেও চরম বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছিল। পাক ক্রিকেট ভক্তরা নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মাঠে ঢোকার চেষ্টা করেছিলেন। যে ঘটনায় মুখ পুড়েছিল পিসিবির। কিন্তু তারপরেও একই ঘটনা ঘটে চলেছে।


প্রসঙ্গত, নিরাপত্তার কারণ দেখিয়েই পাকিস্তানে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলে তারা খেলছে দুবাইয়ে। ভারতের যুক্তি যে অমূলক ছিল না, এই ঘটনাগুলোই তা প্রমাণ করে দিচ্ছে।