আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই টিম ইন্ডিয়ার জন্য এল সুখবর। অনুশীলন শুরু করে দিয়েছেন জসপ্রীত বুমরা। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং অনুশীলন শুরু করেছেন ভারতীয় স্পিডস্টার। সিডনি টেস্টে চোটের পর এই প্রথম বোলিং করতে দেখা গেল বুমরাকে। এই চোটের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি বুমরা। 


বুমরা সোশ্যাল মিডিয়ায় তাঁর বোলিংয়ের ছবিও পোস্ট করেছেন। যা বহু লাইক পেয়েছে। 


প্রসঙ্গত, সিডনি টেস্টের প্রথম ইনিংসে বল করার সময় চোট পান বুমরা। বর্ডার গাভাসকার ট্রফিতে অতিরিক্ত ওয়ার্কলোড নিয়েছিলেন বুমরা। চার টেস্টে অন্তত ১৪০ ওভার বল করেছিলেন। আর সিডনি টেস্টে ১০ ওভারের বেশি বল করতে পারেননি। কোমরের চোটের জন্য ওই টেস্টে আর বল করতে পারেননি।


চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরার জন্য মরিয়া ছিলেন বুমরা। কিন্তু চোট সারেনি। অবশেষে এনসিএ–তে বোলিং অনুশীলন শুরু করলেন তিনি। তার আগে অবশ্য ভারত–পাকিস্তান ম্যাচের দিন দুবাইয়ে ছিলেন বুমরা। আইসিসির পুরস্কার নেওয়ার জন্য। দলের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। সেখান থেকে দেশে ফিরেই সোজা এনসিএতে তিনি।


বুমরার প্রাথমিক লক্ষ্য আইপিএলের আগে পুরো সুস্থ হয়ে যাওয়া। সব ঠিক থাকলে প্রথম ম্যাচ থেকেই তিনি মাঠে নামতে পারবেন।