আজকাল ওয়েবডেস্ক: গুগলের সার্চ হিস্ট্রিতে বর্তমানে শীর্ষে একটাই নাম, মানু ভাকের। অলিম্পিকের পদক তালিকায় জ্বলজ্বল করছে ২২ বছরের তরুণীর নাম। ফিনিক্স পাখির মতো উঠে এসেছেন মানু। অলিম্পিকে ভারতের জোড়া পদকজয়ী হিসেবে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। অথচ কয়েকদিন আগেও ক্রীড়া জগতের বাইরের লোকজন মানুর নাম পর্যন্ত জানত না। গত তিনদিনে পাদপ্রদীপের আলোয় ভারতীয় শুটার। আজ যাকে নিয়ে মানুষের এত আগ্রহ, সবাই গুগল সার্চ করছে, সেই মানু ভাকের কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফেক প্রোফাইল বানিয়েছিলেন। শুনতে আশ্চর্য লাগলেও, এটাই সত্যি। জোড়া পদক জয়ের পর এর রহস্য ফাঁস করেন খোদ মানুই। জানান, অন্তরালে থেকে পিভি সিন্ধুর জন্য সরব হতেই এই কাণ্ড ঘটিয়েছিলেন অলিম্পিকের জোড়া পদকজয়ী।
মানু বলেন, 'ভারতের ক্রীড়া ইতিহাসে সেরাদের সঙ্গে আমার আলাপ ছিল। আমার সময়, পিভি সিন্ধু এবং নীরজ চোপড়া সবচেয়ে সফল। আমি দু'জনকেই চিনতাম। সবসময় ওদের পরিশ্রমের সুখ্যাতি করতাম। একবার সিন্ধুর হয়ে সওয়াল করার জন্য আমি একটা ফেক প্রোফাইল বানিয়েছিলাম। কয়েকজন ওর বিরুদ্ধে কথা বলছিল। আমি এতটাই ক্ষেপে গিয়েছিলাম যে তার প্রতিবাদ করার জন্য নিজের একটা ফেক প্রোফাইল বানাই।' মানুর এই কীর্তি জানার পর নিজের এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন পিভি সিন্ধু। তিনি লেখেন, 'হা হা, তুমি একজন সুইটহার্ট। অলিম্পিকের জোড়া পদকজয়ী ক্লাবে তোমাকে স্বাগত। আরও অনেকদূর যেতে হবে।' ব্যক্তিগত ইভেন্টের পর ৭২ ঘণ্টার মধ্যে টিম ইভেন্টেও ব্রোঞ্জ জিতে রেকর্ড করেন মানু ভাকের। এখানেই শেষ হয়। প্যারিসে পদকের হ্যাটট্রিক করার সুযোগ থাকছে তাঁর সামনে। ২৫ মিটার স্পোর্টস পিস্তল ইভেন্টে পোডিয়াম ফিনিশ করার হাতছানি রয়েছে। তার জন্য ২ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মানু বলেন, 'ভারতের ক্রীড়া ইতিহাসে সেরাদের সঙ্গে আমার আলাপ ছিল। আমার সময়, পিভি সিন্ধু এবং নীরজ চোপড়া সবচেয়ে সফল। আমি দু'জনকেই চিনতাম। সবসময় ওদের পরিশ্রমের সুখ্যাতি করতাম। একবার সিন্ধুর হয়ে সওয়াল করার জন্য আমি একটা ফেক প্রোফাইল বানিয়েছিলাম। কয়েকজন ওর বিরুদ্ধে কথা বলছিল। আমি এতটাই ক্ষেপে গিয়েছিলাম যে তার প্রতিবাদ করার জন্য নিজের একটা ফেক প্রোফাইল বানাই।' মানুর এই কীর্তি জানার পর নিজের এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন পিভি সিন্ধু। তিনি লেখেন, 'হা হা, তুমি একজন সুইটহার্ট। অলিম্পিকের জোড়া পদকজয়ী ক্লাবে তোমাকে স্বাগত। আরও অনেকদূর যেতে হবে।' ব্যক্তিগত ইভেন্টের পর ৭২ ঘণ্টার মধ্যে টিম ইভেন্টেও ব্রোঞ্জ জিতে রেকর্ড করেন মানু ভাকের। এখানেই শেষ হয়। প্যারিসে পদকের হ্যাটট্রিক করার সুযোগ থাকছে তাঁর সামনে। ২৫ মিটার স্পোর্টস পিস্তল ইভেন্টে পোডিয়াম ফিনিশ করার হাতছানি রয়েছে। তার জন্য ২ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
