আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে জোড়া পদক জেতার পর থেকে ব্যস্ততা যেন কমছেই না মানু ভাকেরের। দেশে ফেরার পর থেকে একাধিক জায়গায় ছুটতে হচ্ছে কখনও সংবর্ধনা নিতে, কখনও সাক্ষাৎকার দিতে। এমনই এক ইভেন্টে মানু ভাকেরের মুখে শোনা গেল তাঁর এক গোপন ইচ্ছের কথা।
অনুষ্ঠানে পদকজয়ী শুটারকে প্রশ্ন করা হয়েছিল, এরকম কোন ক্রীড়াবিদ আছেন যাঁর সঙ্গে মানু সারাদিন সময় কাটাতে চান। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকের পর থেকে রীতিমত লাইমলাইটে এসেছেন মানু। এমনকি কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় মানু ভাকের আর নীরজ চোপড়া কথা বলছেন।
জানা যায়, দুই অ্যাথলিট খুবই ভাল বন্ধু। নেটিজেনরা প্রশ্ন তোলেন, তাহলে কি দুই অ্যাথলিটের মধ্যে কিছু চলছে? কিন্তু অদ্ভুত ভাবে সঞ্চালকের এই প্রশ্নে নীরজ চোপড়ার নামই তুললেন না ভাকের। উত্তরে মানু ভাকের একাধিক নাম বলেন।
বিদেশি ক্রীড়াবিদদের মধ্যে উঠে এসেছেন উসেইন বোল্টের নাম। ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি এবং এমএস ধোনি। মানু বলেন, সময় কাটাতে চাইলে আমি আমার পছন্দের কয়েকজনের নাম বলব। উসেইন বোল্ট তাঁদের মধ্যে একজন। আমি ওঁর বই অনেকবার পড়েছি এবং তাঁর যাত্রা সম্পর্কে জেনেছি।
ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকার, ধোনি স্যার এবং বিরাট কোহলি তাঁদের কারও সঙ্গে এক ঘন্টা কাটানোই সম্মানের হবে। আশ্চর্যজনকভাবে, এই তালিকায় নীরজ চোপড়ার কোনও উল্লেখ না থাকায় অবাক নেটিজেনরা।
