আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকের মঞ্চ থেকে ব়্যাম্প। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্পে হাতেখড়ি হয়েছে মানু ভাকেরের। অলিম্পিকের জোড়া পদক জয়ীর আত্মবিশ্বাসে ভরপুর ব়্যাম্পওয়াক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই দৃশ্য দেখে নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মানুকে। অনেকেই আবার তাঁকে কটূক্তি করতে ছাড়েনি। তারমধ্যে অনেকেই তাঁর ব়্যাম্পে হাঁটা দেখে নেতিবাচক মন্তব্য করেন। তাঁদের থোতা মুখ ভোঁতা করলেন মানু। একেবারে যোগ্য জবাব দেন প্যারিসে জোড়া ব্রোঞ্জজয়ী। মানু বলেন, 'ওয়াও। ভাল মন্তব্য করার জন্য ধন্যবাদ। অনেকেই আবার এটা পছন্দ করেনি। কটূক্তি করেছে। আমি শুধু বলতে চাই, নিজেদের কোনও নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রেখো না। জীবন বড় করে দেখো। প্রসারিত করো। নিজের কেরিয়ারে উন্নতি করো, এবং মা-বাবাকে গর্বিত করো। যাদের ঘৃণা করার, তাঁরা করবেই। যাদের ভালবাসার, তাঁরা ভালবাসবে। মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও। নিজের স্টাইল বজায় রাখো। কোনও কিছুর শর্টকাট হয় না। কিন্তু কেন সহজ কাজ করব যখন ভগবান কঠিন কাজ করার ক্ষমতা দিয়েছে। চিয়ার্স।' ইনস্টাগ্রামে নিজের পোস্টের কমেন্ট সেকশনে এটা লেখেন মানু। এই পোস্টেই তাঁর ব়্যাম্পওয়াকের একটি ছবি দেখা যায়। তবে যোগ্য জবাবে সমালোচকদের মুখ বন্ধ করে দেন।
নভেম্বর থেকে আবার ট্রেনিং শুরু করবেন মানু। পরের বছর প্রতিযোগিতামূলক শুটিংয়ে ফিরবেন। লক্ষ্য থাকবে ১০ মিটার, ২৫ মিটার এবং অন্যান্য পিস্তল ইভেন্টে। মানু জানান, অলিম্পিকের পর শুটিং থেকে কয়েকদিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত তিনি এবং তাঁর কোচ যশপাল রানা আগেই নিয়েছিলেন। মানু বলেন, 'আমি প্রতিযোগিতায় অংশ নিতে চাই। কিন্তু অলিম্পিকের আগে আমার কোচ বলেছিলেন তিন মাস শুটিং থেকে বিরতি নিতে। কারণ আমার চোট ছিল।' অবসর সময় পরিবারের সঙ্গে কাটাচ্ছেন মানু। মায়ের হাতে রান্না করা খাবার খাচ্ছেন। চুটিয়ে এই ব্রেক উপভোগ করছেন প্যারিস অলিম্পিকের জোড়া পদকজয়ী।
