আজকাল ওয়েবডেস্ক:‌ হংকংয়ের কাছেও হার। আর তারপরই আর জাতীয় দলের দায়িত্বে থাকতে চাইছেন না মানোলো মার্কেজ। ভারতীয় ফুটবল ফেডারেশনকে তিনি অনুরোধ করেছেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য। আর তা সত্যি হলে চুক্তি ভেঙে বেরিয়ে আসতে হবে মার্কেজকে।


প্রসঙ্গত, গত ১৮ মাস ধরে ভারতীয় ফুটবলে শুধুই হতাশা। ২০২৪ থেকে এখনও অবধি ভারত খেলেছে ১৬ ম্যাচ। জিতেছে মাত্র একটি। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকং ম্যাচে হার। আর বাংলাদেশের সঙ্গে ড্র। চার দলের গ্রুপে ভারত আছে চার নম্বরে। শীর্ষে থাকা দলই যাবে মূলপর্বে। বাকি চার ম্যাচ জিতে ভারত সেই লক্ষ্যে পৌঁছবে এই আশা করছেন না অতি বড় ফুটবলপ্রেমীও। 


মার্কেজের কোচিংয়ে টানা তিন ম্যাচ গোল পায়নি ভারত। বাংলাদেশ, থাইল্যান্ডের পর হংকং। সুনীল ছেত্রীকে ফিরিয়েও লাভ হচ্ছে না। মানোলোর কোচিংয়ে অখুশি অনেকেই। আর সূত্রের খবর তিনিও থাকতে চাইছেন না। ফিরে যেতে চাইছেন তাঁর পুরনো দল এফসি গোয়ায়। ফেডারেশনকে তিনি অনুরোধও করেছেন। সূত্রের খবর, পদত্যাগপত্রও নাকি পাঠিয়েছেন তিনি।

 
গত বছরের জুলাইয়ে ইগর স্টিমাচের জায়গায় দায়িত্বে এসেছিলেন মার্কেজ। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেননি। যদিও এআইএফের সূত্র জানিয়েছে, এরকম কোনও খবর তাদের কাছে নেই। এআইএফএফকে উদ্ধৃত করে পিটিআইয়ের সূত্র জানিয়েছে, দু’‌পক্ষ রাজি হলেই এটা সম্ভব। ফেডারেশন সূত্রে জানা যাচ্ছে, মানোলো এখনো লিখিত কিছু দেননি। লিখিত দিলে তবেই ফেডারেশন চিন্তাভাবনা করবে।