আজকাল ওয়েবডেস্ক: ১০ মার্চ, ২০০৯। তার পরে দেড় দশকের অনন্ত অপেক্ষা। অবশেষে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিভারপুলের সূর্যের রং ফের লাল। 
 
 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ২-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদকে। পনেরো বছর আগে লিভারপুল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। তার পরে পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটেছে।
স্প্যানিশ আর্মাডারা বিশ্বফুটবল নিয়ন্ত্রণ করেছে। ওসামা বিন লাদেনকে নিকেশ করা হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের খেতাব জেতা হয়ে গেল ১৫টি। কিন্তু রিয়ালকে আর হারানো যাচ্ছিল না। সমর্থকদের প্রতীক্ষা বাড়ছিল। অবশেষে প্রতীক্ষার সেই জগদ্দল পাথরটা সরে গেল। লিভারপুল বাস্তব দেখিয়ে দিল মাদ্রিদের বিখ্যাত ক্লাবকে।
ম্যাচে গোল হলো দুটি। পেনাল্টি নষ্টও হল ঠিক দুটিই। কী অদ্ভুত সমাপতন! গোল করে নায়ক হওয়ার পরিবর্তে আসামীর কাঠগড়ায় কিলিয়ান এমবাপে। 
 
 পেনাল্টি নষ্ট করলেন মহম্মদ সালাহ। ৫২ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিজ ম্যাক অ্যালিস্টার।
অ্যানফিল্ড তখন উন্মত্ত। গ্যালারিতে উপস্থিত দর্শকরা যেন হিস্টিরিয়াগ্রস্ত। এর ন' মিনিট পরই পেনাল্টি থেকে সমতা ফেরানোর মোক্ষম সুযোগ নষ্ট করেন এমবাপে। যখনই তাঁর পা থেকে গোলের দরকার পড়েছে, তখনই হতাশ করেছেন এমবাপে।
ফরাসি সুপারস্টারের পেনাল্টি নষ্টের রেশ মিলতে না মিলতেই ফের পেনাল্টি নষ্ট। এবার লিভারপুলের তারকা সালাহ। ৭৬ মিনিটে গাকপো হেডে ২-০ করেন। ৫টি ম্যাচের সবকটিতেই জিতে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল।
