আজকাল ওয়েবডেস্ক: একটা সময় ছিল, লিওনেল মেসিই ছিলেন আর্জেন্টিনার অকূলের কূল, অগতির গতি, অনাথের নাথ। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। মেসি নির্ভরতা আর নেই। তাই নীল-সাদা ব্রিগেডের কোচ লিওনেল স্কালোনি বলছেন, মেসির উপরে আগের মতো অতি নির্ভরতা আর নেই। 

মার্চে চোটের লাল চোখ দেখে মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সেই সময়ে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উরুগুয়ের ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ব্রাজিলকে নিজেদের মাঠে  ৪-১ গোলে বিধ্বস্ত করে আলবিসেলেস্তেরা। 

চোট সারিয়ে আর্জেন্টিনাক মূল দলে ফিরেছেন মেসি। সম্প্রতি  চিলির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মেসিকে নামান কোচ স্কালোনি। আর্জেন্টিনার অবশ্য ম্যাচটা জিততে বেগ পেতে হয়নি। 

বিশ্বকাপের টিকিট আগেই বুক করেছে আর্জেন্টিনা। এবার নীল-সাদা জার্সিধারীদের প্রতিপক্ষ কলম্বিয়া। সেই ম্যাচের বল গড়ানোর আগে স্কালোনি বলেন, '' দলের সাফল্য এখন আর মেসির উপরে আগের মতো নির্ভর করে না।'' স্কালোনির সংযোজন, ''এখন লিও না থাকলেও দল একইরকম খেলতে পারে।'' 

বিশ্বকাপের পাসপোর্ট জোগাড় করে ফেললেও কলম্বিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। স্কালোনি বলছেন,   ''ওরা দারুণ দল, দুর্দান্ত সব ফুটবলার ওদের আছে। পরিষ্কার একটি ঘরানায় ওরা খেলে, যা সমস্যায় ফেলতে পারে যে কোনও প্রতিপক্ষকে।'' 

গতবছরের সেপ্টেম্বরে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর টানা সাত ম্যাচ অপরাজিত নীল-সাদা ব্রিগেড। বিশ্বকাপের বাছাই পর্বে  ১৫টি ম্যাচ খেলে ১১টি জয় ও একটি ড্র করেছে আর্জেন্টিনা। ৩৪ পয়েন্ট পেয়ে সবার উপরে বিশ্বজয়ীরা।